বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইরাকে জোড়া আত্মঘাতী বোমায় নিহত ৩২

  •    
  • ২২ জানুয়ারি, ২০২১ ০৯:১৯

হামলার দায় সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএসআইএস) স্বীকার করেছে।

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী দুইটি বোমা হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১০ জন।

রাজধানীর কেন্দ্রস্থল তায়ারান চত্বরে জনবহুল একটি মার্কেটে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হামলা হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াহইয়া রাসুল আল জাজিরাকে বলেন, হামলাকারীদের একজন বোমা বিস্ফোরণের জন্য অসুস্থতার ভান করে মার্কেটের লোকজনকে তার দিকে আকৃষ্ট করেন।

প্রথম বিস্ফোরণে হতাহতদের উদ্বারে লোকজন এগিয়ে গেলে দ্বিতীয় বিস্ফোরণটি হয় বলে জানান রাসুল।

এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে একই মার্কেটে জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩৫ জন নিহত হন। আহত হন ৯০ জন।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাজধানীর হাসপাতালগুলোতে হামলায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। এ কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে হামলার দায় সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএসআইএস) স্বীকার করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ইরাকবিষয়ক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের ফেলো সাজাদ জিয়াদ বলেন, ‘বাগদাদের জনবহুল এলাকা লক্ষ্য করে অতীতে অনেক বার আত্মঘাতী হামলা চালিয়েছে আইএসআইএস। নিরাপত্তা নিশ্চিতে ইরাক সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসলামিক স্টেট এখনও সক্রিয়, এ বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল।’

এদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

এ বিভাগের আরো খবর