ভারতে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটে আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। প্রতিষ্ঠানটির ১ নম্বর টার্মিনালের কাছের এসইজেড ২৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে আগুন লাগে।
প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের কারণ নিশ্চিত না হলেও, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ভবনটি থেকে কিছু দূরেই তৈরি হচ্ছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুনে করোনা টিকা উৎপাদন কারখানা ক্ষতিগ্রস্ত হয়নি।
সিরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা বলেন, ‘যারা আটকে আছে তাদের উদ্ধারেই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। এর বাইরে আর কিছু নিয়ে ভাবছি না, যা ক্ষতি হয়েছে সেটি পরে দেখা যাবে।’
পুনের মাঞ্জরি এলাকায় একশো একরেরও বেশি এলাকাজুড়ে স্থাপিত সিরাম ইনস্টিটিউট। আগুন লাগার পর কালো ধোঁয়ায় যায় ইনস্টিটিউট সংলগ্ন এলাকা।
আগুনের ঘটনায় টুইটে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সিরাম ইনস্টিটিউট।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ বায়ো ফার্মা অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা কোভিশিল্ড নামে উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট। করোনা মোকাবিলায় জরুরি ব্যবহারের জন্য ভারতে কোভিশিল্ড ছাড়াও কোভ্যাক্সিন নামের আরেকটি টিকার অনুমোদন দেয়া হয়েছে।
ভারতে ১৬ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পাশপাশি বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও ভূটানে ভ্যাকসিন সরবরাহ করছে দিল্লি।