বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার তৃণমূলের মিছিলে ‘গুলি মারো’ স্লোগান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ জানুয়ারি, ২০২১ ১৩:২৭

বিজেপির পিটুনির প্রতিবাদে মঙ্গলবার একই রাস্তা ধরে মিছিল করে তৃণমূল। এই মিছিল থেকেই বিজেপির উদ্দেশে ‘গুলি মারো’ স্লোগান দেন তৃণমূলের কর্মীরা।

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে ‘গুলি মারো’ স্লোগান দিয়েছিলেন বিজেপির নেতাকর্মীরা। এবার কলকাতায় সেই স্লোগান দেয়া হলো পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মিছিলে।

বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আগামী এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে সোমবার দক্ষিণ কলকাতায় র‍্যালি করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ সময় অন্তত তিন জায়গায় বিজেপির সঙ্গে সংঘর্ষে জড়ায় তৃণমূলের কর্মীরা। তারা বিজেপির মিছিলে পাথর ছোঁড়ে বলেও অভিযোগ ওঠে। পরে বিজেপির কর্মীরা তৃণমূলের কয়েক জনকে ধরে পিটুনি দেয়।

এর জবাবে মঙ্গলবার একই রাস্তা ধরে মিছিল করে তৃণমূল। এর নেতৃত্বে ছিলেন দলটির নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও সাবেক মেয়র দেবাশীষ কুমার। এই মিছিল থেকেই বিজেপির উদ্দেশে ‘গুলি মারো’ স্লোগান দেন তৃণমূলের কর্মীরা।

মিছিল শেষে সমাবেশে তৃণমূলের সাংসদ মালা রায় বিজেপির উদ্দেশে আক্রমণাত্মক বক্তব্যও দেন।

তিনি বলেন, ‘এরপরে কখনও যদি বিজেপি দক্ষিণ কলকাতায় ঝামেলা করতে আসে, তাহলে তাদের হাত-পাই শুধু নয়, মাথাও ভেঙে দেয়া হবে।’

গত বছরের মার্চে কলকাতায় বিজেপির সাবেক সভাপতি অমিত শাহের সমাবেশে ‘গুলি মারো’ স্লোগান দিয়েছিল দলটির কর্মীরা। সে সময় এর সমালোচনা করেছিল তৃণমূল কংগ্রেস।

উসকানিমূলক স্লোগান দেয়ার অভিযোগে চার বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার একই স্লোগান ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছে তৃণমূলও।

ভারতে বিতর্কিত নাগরিকত্ব বিরোধী আইন বাতিলের দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে প্রথম বারের মতো স্লোগানটি ব্যবহার করেছিলেন বিজেপি নেতারা।

এ বিভাগের আরো খবর