করোনাভাইরাস প্রতিরোধী রাশিয়ার উদ্ভাবিত টিকা স্পুটনিক ভি পেতে যাচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ)।
করোনার পাঁচ হাজার ইউনিট টিকার চালান স্থানীয় সময় মঙ্গলবার ফিলিস্তিনে পৌঁছবে বলে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জর্ডানের ভেতর দিয়ে দখলকৃত পশ্চিম তীরে পিএর একজন প্রতিনিধি চালানটি নিয়ে যাওয়ার কথা। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই টিকা আমদানির অনুমোদন দিয়েছে।
ফিলিস্তিনের বার্তা সংস্থা মানের প্রতিবেদনে বলা হয়, পিএর সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রী হুসেইন আল-শেখ রাশিয়া সফরে আছেন। জেরুজালেম ও জর্ডানের রাজধানী আম্মানের মধ্যকার অ্যালেনবাই স্থল সীমান্ত দিয়ে মঙ্গলবার টিকাসহ দেশে ফিরবেন তিনি।
গত বছরের ডিসেম্বরে ফিলিস্তিনের কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, স্পুটনিক ভি টিকার ৪০ লাখ ডোজ পেতে রাশিয়া ও ফিলিস্তিনের মধ্যে চুক্তি হয়েছে।
গত সপ্তাহে যেসব অঞ্চলে ফিলিস্তিনিদের সীমিত স্ব-শাসন রয়েছে, সেসব অঞ্চলে করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় পিএর স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা।
এদিকে দখলকৃত পশ্চিম তীরে বসবাসকারী ইহুদিসহ ২০ শতাংশ নাগরিককে এখন পর্যন্ত করোনার টিকা দিয়েছে ইসরায়েল।
দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলেও দখলকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বসবাসরত ৪৫ লাখেরও বেশি ফিলিস্তিনি এখনও করোনার টিকা পায়নি। এ নিয়ে সমালোচনার মুখে ইসরায়েল সরকার।
সোমবার আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ফিলিস্তিনের প্রতি মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিনবিষয়ক পরিচালক ওমর শাকির বলেন, ‘ইহুদি বলে পশ্চিম তীরের একাংশ মানুষ টিকা পাচ্ছে, অন্যদিকে ফিলিস্তিনি হওয়ায় আরেক অংশ মানুষ টিকা পাচ্ছে না। এমন বাস্তবতাকে কোনো কিছুই ন্যায্যতা দিতে পারে না। জাতিগত পরিচয় যাই হোক না কেন, একই অঞ্চলে বাস করা জনগোষ্ঠীকে সমানভাবে টিকা দেয়া উচিত।’