সাধারণতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলে বিব্রত হবে কেন্দ্র সরকার–এ কথা অনেক আগে জানানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ‘প্যারেড’ করার সিদ্ধান্ত থেকে সরে আসেনি কৃষক সংগঠনগুলো।
কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল হবে ২৬ জানুয়ারি। প্রতিটি ট্রাক্টরে লাগান থাকবে ‘তেরঙা’ (জাতীয় পতাকা)।
কৃষকদের ট্রাক্টর মিছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সমস্যার সৃষ্টি করতে পারে–সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত এক আবেদন জমা দিয়েছিল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় সরকারেরও আর্জি ছিল, সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল বন্ধ করা হোক। সোমবার সেই আরজিতে সরাসরি সায় দিল না সুপ্রিম কোর্ট। তবে মিছিল হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার দিল দিল্লি পুলিশকেই, যে বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে কেন্দ্রেরই হাতে।
সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারী কৃষকেরা। সেই মিছিলে যোগ দিতে পাঞ্জাব, হরিয়ানা থেকে প্রায় দুই হাজার ট্রাক্টরে চেপে আসছেন বহু কৃষক।
প্রধান বিচারপতি এস এ বোবদে, এন নাগেশ্বর রাও, বিনীত সরণের বেঞ্চ বলেছে, ‘শেষবারের মতো বলছি, দিল্লিতে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি পুলিশ। কারা প্রবেশের অনুমতি পাবেন না, কারা প্রবেশ করতে পারবেন, কত জন পারবেন, আইন-শৃঙ্খলা সংক্রান্ত এসব বিষয়ে দেখবে দিল্লি পুলিশ। এ বিষয়ে আমাদের এক্তিয়ার নেই।’
প্রায় ৪০টি কৃষক সংগঠনের সংযুক্ত কিসান মোর্চার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, প্রতিবাদ হিসেবে এই মিছিল কোনোভাবেই সমস্যা করবে না সরকারি প্যারেডে। প্রায় ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ট্রাক্টর প্যারেড হবে একেবারেই শান্তিপূর্ণ। প্রতিটি ট্রাকটর বহন করবে জাতীয় পতাকা।