বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিয়ার বিরোধী নেতাকে গ্রেপ্তারের নিন্দা ইইউ-যুক্তরাষ্ট্রের

  •    
  • ১৮ জানুয়ারি, ২০২১ ১১:১৩

গ্রেপ্তারের পর ৪৪ বছর বয়সী নাভালনিকে মস্কোর এক থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রাশিয়ার বিরোধী দল রাশিয়া অফ দ্য ফিউচারের নেতা অ্যালেক্সেই নাভালনিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ। জোট ও দেশগুলো নাভালনিকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের আসন্ন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘নাভালনির ওপর রাশিয়ার আক্রমণ শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি একই সঙ্গে সোচ্চার রুশ জনগণের ওপরও আঘাত।’

পাঁচ মাস পর চিকিৎসা শেষে জার্মানি থেকে রাশিয়ায় ফেরেন নাভালনি। এর পরপরই স্থানীয় সময় রোববার মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর ৪৪ বছর বয়সী নাভালনিকে মস্কোর একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মস্কোর ভনুকভো বিমানবন্দরে নাভালনিকে বহনকারী বিমানের অবতরণের কথা ছিল। এ জন্য সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। তাকে স্বাগত জানাতে ভনুকভোতে জড়ো হয় হাজার হাজার মানুষ। কিন্তু পরে বিমানটিকে সেখানে না নামিয়ে শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামানো হয়।

গত বছরের আগস্টে নাভালনির শরীরে বিষ প্রয়োগ করা হয়। সাইবেরিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে অচেতন হয়ে পড়লে তাকে জরুরি চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার জন্য রুশ সরকারকে দায়ী করে আসছেন নাভালনি।

দেশে ফিরলে গ্রেপ্তার করা হতে পারে—এমন সতর্কবার্তা দেয়া হলেও রোববার পোবেদা এয়ারলাইন্সের বিমানে চড়ে স্ত্রীসহ রাশিয়ার উদ্দেশে রওনা হন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি।

শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামার পরপরই সমর্থক ও সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জানি, আমি সঠিক। কোনো কিছুতেই ভীত নই।’

পরে নিরাপত্তা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আপনাদের?’

অর্থ আত্মসাতের অভিযোগে নাভালনিকে দণ্ডাদেশ দেয় রাশিয়া সরকার।

রোববার দেশটির প্রিজন সার্ভিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রবেশন পিরিয়ড বারবার লঙ্ঘনের দায়ে গত বছরের ২৯ ডিসেম্বর থেকে বিরোধী নেতা নাভালনিকে খোঁজা হচ্ছে। আদালতের নির্দেশের আগ পর্যন্ত তিনি পুলিশের হেফাজতে থাকবেন।

এ বিভাগের আরো খবর