প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সহিংসতার শঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয় সময় আগামী বুধবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। শপথ অনুষ্ঠান ঘিরে ট্রাম্প সমর্থকেরা সশন্ত্র বিক্ষোভ চালাতে পারে বলে পূর্বাভাস গোয়েন্দা সংস্থাগুলোর।
এর আগে গত ৬ জানুয়ারি বাইডেনের জয়ে চূড়ান্ত স্বীকৃতি দিতে কংগ্রেসে যৌথ অধিবেশনে বসলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক খ্যাত ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকেরা। এর জেরে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় অভিশংসিতও হন বিদায়ী প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলছে, বাইডেনের শপথ নেয়ার দিন ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে পার্লামেন্ট ভবনের বাইরে ফের সহিংসতা চালাতে পারে ট্রাম্প সমর্থকেরা।
তাই আগেভাবেই সোচ্চার দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। মিশিগান, ভার্জিনিয়া, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ওয়াশিংটনে ঝুঁকিপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ন্যাশনাল গার্ডসের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে ওয়াশিংটন ডিসির কেন্দ্রবিন্দুর রাস্তাঘাট কার্যত জনশূন্য হয়ে পড়েছে। কংগ্রেস ভবনের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সিটি সেন্টার জুড়ে সতর্ক প্রহরায় রয়েছে ন্যাশনাল গার্ডের সদস্যরা।
মিশিগান স্টেট পুলিশ পরিচালক জো গ্যাস্পার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সম্ভাব্য সবচেয়ে বাজে পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে আমরা আশাবাদী যে, কেউ আমাদের ক্যাপিটলে বিক্ষোভ করলে শান্তিপূর্ণভাবেই করবে।’