ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। আহত হয়েছে ছয় শতাধিক মানুষ।
দেশটির জাতীয় দুর্যোগ নিরসন সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের মধ্যে তিনটি ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হলো ইন্দোনেশিয়া।
এর আগে ৯ জানুয়ারি ৬২ জন যাত্রী নিয়ে শ্রীবিজয়া বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়। এর ঠিক পরদিনই জাভা দ্বীপে ভূমি ধসে মৃত্যু হয় কমপক্ষে ২৬ জনের।
শুক্রবার ভোরে সুলাওয়েসি দ্বীপের মামুজু ও মাজেনে শহরের মধ্যবর্তী অঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্পে বাড়িঘর, সেতু, রাস্তাসহ একটি হাসপাতাল ধসে পড়ে। ভবনের নিচে আটকে পড়েন অনেকে। ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধারে কাজ চলছে।
সুলাওয়েসি প্রদেশের জরুরি বিভাগের কর্মকর্তা আরদিয়ানসাহ বলেন, ‘ভূমিকম্পে কত জনের প্রাণহানি হয়েছে, তা বলা যাচ্ছে না। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। আমরা এখনও লোকজনকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি।’
ইন্দোনেশিয়ার দুর্যোগ কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, ভূমিকম্পে বেশ কিছু অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।ভূমিকম্পটি যে অঞ্চলে আঘাত হানে, তা সুলাওয়েসির পালু শহর থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে। ২০১৮ সালে পালুতে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।