বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা দেয়ার জন্য প্রস্তুত ভারত

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২১ ১৫:২২

রাজ্যগুলিকে অন্তত ১০ শতাংশ টিকা আগাম সংরক্ষণ করে বাকি ডোজগুলির টিকা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। দৈনিক ভিত্তিতে অন্তত ১০০টি টিকা দেয়ার কথা বলা হয়েছে। এর ফলে, প্রতিটি টিকা দেয়ার কেন্দ্রে ভিড় এড়ানোর পাশাপাশি সুষ্ঠুভাবে টিকা দেয়া সম্ভব হবে।

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে ভারতে প্রথম দফায় টিকা দেয়া শুরু হচ্ছে শনিবার। ইতোমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকা সরবরাহ শুরু করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দফায় শুধু ১৮ বছরের উপরে যাদের বয়স, তাদেরকেই টিকা দেয়া হবে।

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১ কোটি ৬৫ লাখ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকার ডোজ সরবরাহ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রত্যেক রাজ্যকেই তাদের প্রথম পর্যায়ে পাঠানো চাহিদা অনুযায়ী টিকা সরবরাহ করা হয়েছে। রাজ্যগুলিকে অন্তত ১০ শতাংশ টিকা আগাম সংরক্ষণ করে বাকি ডোজগুলির টিকা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

দৈনিক ভিত্তিতে অন্তত ১০০টি টিকা দেয়ার কথা বলা হয়েছে। এর ফলে, প্রতিটি টিকা দেয়ার কেন্দ্রে ভিড় এড়ানোর পাশাপাশি সুষ্ঠুভাবে টিকা দেয়া সম্ভব হবে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে টিকা কেন্দ্রের সংখ্যা বাড়াতে যাতে প্রতিদিন আরও বেশি টিকা দেয়া যায় এবং দ্রুত সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।

টিকা দেয়া নিয়ে রাজ্যগুলির উদ্দেশে কড়া নির্দেশনা জারি করেছে কেন্দ্র। জানিয়ে দেয়া হয়েছে, কী করা যাবে আর কী করা যাবে না।

পাশাপাশি প্রথম পর্যায়ের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা চেয়ে আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কোভিড টিকা দিতে নির্দিষ্ট বয়সের ব্যাচ বাছাইয়ের প্রক্রিয়ার জন্য ভোটার তালিকা মিলিয়ে সেই কাজ করতে চেয়েছে মন্ত্রণালয়। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর এই আবেদনে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন।

টিকা দেয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে , যাদের বয়স ১৮ বছরের বেশি, তাদেরই শুধু টিকা দিতে হবে।

গর্ভবতী মহিলাদের টিকা দেয়া যাবে না। শুধু তাই নয়, যারা এখনও জানেন না, তারা গর্ভবতী কি না, তাদেরও দেয়া যাবে না করোনা টিকা।

এ ছাড়াও যে সব মায়েরা এখনও সন্তানদের স্তন্যপান করান, তাদেরও এখন টিকা দেয়া যাবে না। যে টিকার প্রথম ডোজ দেয়া হবে, দ্বিতীয় ডোজও ওই একই টিকার হতে হবে।

সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন– এই দু‌ই টিকার ক্ষেত্রেই দ্বিতীয় ডোজটি ২৮ দিন পর দিতে হবে। যারা সদ্য করোনা থেকে সেরে উঠেছেন, তাদের আরও ৪–৮ সপ্তাহ পর টিকা দিতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যারা শারীরিকভাবে অসুস্থ, কোনো কারণে হাসপাতালে ভর্তি থেকেছেন এবং যাদের প্লাজমা থেরাপি হয়েছে, তাদের ক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে।

এ বিভাগের আরো খবর