বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদত্যাগ করলেন ইমরান খানের মুখপাত্র

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জানুয়ারি, ২০২১ ১৩:০৬

ইমরান খান মন্ত্রীসভার এক বৈঠকে কিছু সদস্যের ব্যাপারে অসন্তোষ জানান। সরকারের সিদ্ধান্ত পছন্দ না হলে ওই সদস্যদের চুপ করে থাকতে অথবা পদত্যাগ করতে আহ্বান জানান তিনি। পদত্যাগের আগে বেলুচিস্তানে কয়লা খনি শ্রমিকদের খুনের প্রতিবাদে টুইট করেছিলেন নাদিম।

পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্র নাদিম আফজাল চাঁন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ডনে এ খবর জানানো হয়েছে।

বুধবার এক টুইটবার্তায় নাদিম আফজাল লেখেন, ‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করছি।

নাদিম আফজালের পদত্যাগের একদিন আগেই ইমরান খান মন্ত্রিসভার এক বৈঠকে কিছু সদস্যের ব্যাপারে অসন্তোষ জানান। সরকারের সিদ্ধান্ত পছন্দ না হলে ওই সদস্যদের চুপ করে থাকতে অথবা পদত্যাগের আহ্বান জানান তিনি।

পদত্যাগের চার দিন আগে বেলুচিস্তানে কয়লা খনি শ্রমিকদের খুনের প্রতিবাদে টুইট করেছিলেন নাদিম।

সেখানে তিনি লেখেন, ‘অসহায় শ্রমিকদের লাশ….আমি লজ্জিত।’

৩ জানুয়ারি বেলুচিস্তান প্রদেশের কোয়েটার একটি কয়লা খনিতে ১১ শ্রমিককে গুলি করে হত্যা করে বন্দুকধারী। নিহতরা শিয়া মুসলমানদের হাজারা সম্প্রদায়ের সদস্য ছিলেন।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।

অন্তত দুই দশক ধরে পাকিস্তানের নির্যাতন ও হত্যার শিকার হয়ে আসছে হাজারা সম্প্রদায়। সর্বশেষ খুনের প্রতিবাদে তারা ঘোষণা দেন দায়ীরা ধরা না পড়লে এবং ইমরান খান তাদের অবস্থা দেখতে না আসলে লাশ দাফন করবেন না।

হাজারাদের এই দাবিকে ‘ব্ল্যাকমেইল’ অভিহিত করেন ইমরান খান।

ডন জানিয়েছে, হাজারা সম্প্রদায়কে সমবেদনা জানাতে ইমরান খানকে কোয়েটায় যাওয়ার অনুরোধ করেছিলেন নাদিম আফজাল।

এ বিভাগের আরো খবর