বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিশংসিত হলেও ক্ষমতায় থাকছেন ট্রাম্প

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২১ ১২:২৩

প্রতিনিধি পরিষদের পর সিনেটে এর আগে তিন জন প্রেসিডেন্টকে অভিশংসন করা হয়েছে। তাতে সময় লেগেছিল যথাক্রমে ৮৩, ৩৭ ও ২১ দিন। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে মাত্র সাত দিন।

ক্যাপিটল হিলে হামলার জেরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় অভিশংসিত করা হয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। তবে এই অভিশংসনে ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজ ছাড়ার আগে ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা নেই তার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিশংসিত করার প্রক্রিয়ার নানাদিক ঘেঁটে এমনটাই বলা হয়েছে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে।

ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের অধিবেশনে ট্রাম্পকে ২৩৭-১৯৭ ভোটে অভিশংসিত করা হয়। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১০ জন রিপাবলিকান আইনপ্রণেতাও।

কিন্তু সময়ের আগেই ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া এখানেই শেষ হচ্ছে না। প্রতিনিধি সভায় অভিশংসনের প্রতিবেদন পাঠাতে হবে ১০০ সদস্যের উচ্চকক্ষ সিনেটে। এই কক্ষে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের প্রতিনিধিত্ব ফিফটি-ফিফটি।

ট্রাম্পকে অভিশংসন করতে হলে প্রস্তাবটি সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হতে হবে।

কিন্তু হোয়াইট হাউজে ট্রাম্প আছেনই মাত্র এক সপ্তাহ। এই সময়ের মধ্যে জটিল প্রক্রিয়াটি সম্পন্ন করা অসম্ভব হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ক্ষমতা অপব্যবহারের দায়ে ২০১৯ সালের জানুয়ারিতেও নিম্নকক্ষে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু সিনেটে প্রস্তাবটি তোলা হলে পার পেয়ে যান তিনি। প্রক্রিয়াটি শেষ হতে সময় লেগে গিয়েছিল এক বছরের বেশি সময়।

কিন্তু এবার সিনেটে ট্রাম্পের বিপক্ষে অভিশংসন প্রস্তাব তোলার জন্য সময়ই পাওয়া যাচ্ছে সাত দিন। ২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। নিয়মানুযায়ী এমনিতেই বিদায় হবেন ট্রাম্প।

তাছাড়া বর্তমানে অবকাশে রয়েছে সিনেট। অধিবেশন বসার কথা ১৯ জানুয়ারি। সেই হিসাবে নির্ধারিত সময়ের আগে ট্রাম্পকে অভিশংসিত করার প্রস্তাব তোলার আগে সময় পাওয়া যাচ্ছে মাত্র এক দিন।

তবে সিনেটে ডেমোক্র্যাটিক মাইনরিটি নেতা চাক শুমার বলছেন, উচ্চকক্ষে রিপাবলিকান মেজরিটি লিডার মিচ ম্যাককনেল চাইলে আগেভাগেই জরুরি অধিবেশন ডাকতে পারেন।

কিন্তু এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ম্যাককনেল। এক বিবৃতিতে তিনি জানান, বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করলেও বাইডেনের ক্ষমতাগ্রহণ এবং ট্রাম্পের বিদায়ের আগে এই অভিশংসনের প্রক্রিয়া শেষ করা যাবে না।

ম্যাককনেল বলেন, ‘প্রেসিডেন্টকে অভিশংসনে যেসব বিধান, পদ্ধতি ও সিনেটের যেসব নজির রয়েছে তাতে আগামী সপ্তাহের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের শপথ গ্রহণের আগে সুষ্ঠু বা জটিল বিচার সম্পন্নের কোনো সুযোগ নেই।’

ম্যাককনেল উল্লেখ করেন, এর আগে তিন জন প্রেসিডেন্টকে অভিশংসিত করা হয়েছে। এতে সময় লেগেছিল যথাক্রমে ৮৩, ৩৭ ও ২১ দিন।

এ বিভাগের আরো খবর