প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেয়ার দিনও ডনাল্ড ট্রাম্পের সমর্থকেরা আবার তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। এদিন দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সংসদ ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান নিতে অস্ত্রধারী গ্রুপগুলো প্রস্তুতি নিচ্ছে বলে এফবিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
এফবিআইয়ের এমন প্রতিবেদনে শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসব শঙ্কার খবরের মধ্যেও ক্যাপিটাল ভবনের বাইরে গিয়ে শপথ নেয়া নিয়ে ভীত হচ্ছেন না বাইডেন। জানান, তিনি নিজে ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কমলা হ্যারিস ভবনের বাইরে গিয়ে শপথ নেবেন বলে এখনও আশাবাদী।
বাইডেনের জয়ের চূড়ান্ত স্বীকৃতি দিতে ক্যাপিটল ভবনে গত বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘুরিয়ে দেয়ার চেষ্টায় এ তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা।
১৮১৪ সালে ব্রিটিশ সেনারা পুড়িয়ে দেয়ার পর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক খ্যাত এই ভবনে এমন তাণ্ডব আর দেখা যায়নি। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। নির্ধারিত সময়ের আগে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাট শিবির।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পারমাণবিক অস্ত্র প্রয়োগ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে থাকেন প্রেসিডেন্টই। এমন অবস্থায় ‘আনপ্রেডিক্টেবল’ট্রাম্পের ওপর মোটেও আস্থা রাখতে পারছেন না ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। বিদায়ী প্রেসিডেন্টকে অভিশংসনের পথ খুঁজছেন তারা।