বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে তিন কোটি টিকা দেয়া হবে বিনা মূল্যে

  •    
  • ১১ জানুয়ারি, ২০২১ ২০:৫৭

মোদি বলেন,‘সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের স্বাস্থ্যকর্মীরাই প্রথম টিকা পাবেন। এর পর পরিচ্ছন্নতাকর্মী, পুলিশকর্মীসহ অন্য প্রথম সারির করোনাযোদ্ধাদের টিকা দেয়া হবে। দ্বিতীয় দফায় পঞ্চাশোর্ধ্বদের দেয়া হবে। তার সঙ্গে বয়স ৫০ বছরের নিচে কিন্তু যাদের কো-মর্বিডিটি বেশি, তাঁদেরও টিকা দেয়া হবে দ্বিতীয় দফায়।’

আগামী ১৬ জানুয়ারি ভারতজুড়ে করোনার টিকা দেয়া শুরু হবে। তার আগে সোমবার টিকা দেয়ার কর্মসুচির রূপরেখা জানাতে সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানে তিনি বলেন, ‘সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের স্বাস্থ্যকর্মীরাই প্রথম টিকা পাবেন। এর পর পরিচ্ছন্নতাকর্মী, পুলিশকর্মীসহ অন্য প্রথম সারির করোনাযোদ্ধাদের টিকা দেয়া হবে। দ্বিতীয় দফায় পঞ্চাশোর্ধ্বদের দেয়া হবে। তার সঙ্গে বয়স ৫০ বছরের নিচে কিন্তু যাদের কো-মর্বিডিটি বেশি, তাঁদেরও টিকা দেয়া হবে দ্বিতীয় দফায়।’

তিনি জানান, প্রথম দফায় ৩ কোটি ডোজের খরচ কেন্দ্রের।

অন্যদিকে, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে টিকার দাম নিয়ে চুক্তি পাকা করেছে কেন্দ্র। ২০০ রুপিতে প্রতি ভায়াল টিকা কিনবে কেন্দ্র। প্রথম ১০ কোটি ডোজের জন্য এই দাম ধার্য হয়েছে। অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা সংস্থার গবেষণালব্ধ টিকা কোভিশিল্ড ভারতে তৈরি করছে সেরাম ইনস্টিটিউট।

পুনের সেরাম ইনস্টিটিউটের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে কেন্দ্রের হাতে এক কোটি ১০ লাখ ডোজ তুলে দেবে তারা। এর পর প্রতি সপ্তাহে কয়েক লাখ ডোজের জোগান দেয়া হবে। দাম নিয়ে মোদি সরকারের সঙ্গে ইতিমধ্যে লিখিত চুক্তি হয়েছে। সোমবার রাত বা আগামীকাল সকালের মধ্যেই পুনের কারখানা থেকে সারা দেশে পাড়ি দেবে টিকা।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর মোদি বলেন, ‘সারা পৃথিবীর তুলনায় ভারতের পরিস্থিতি অনেক ভালো। এখন দু’টি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। এই দুটি টিকাই বিশ্বের যেকোনও টিকার তুলনায় বেশি কার্যকর। আরও টিকা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কিন্তু টিকা নিয়ে অপপ্রচার আটকাতে হবে। মানুষকে টিকা নেয়ার পরও বিধি মেনে চলতে হবে।’

বৈঠকে মোদি বলেন, ‘কোভিড মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্য যেভাবে এক যোগে কাজ করেছে, তাতে আমি সন্তুষ্ট। খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার ফলে বিশ্বের অন্যখানে যেভাবে কোভিড ছড়িয়েছে, ভারতে সেভাবে ছড়ায়নি।’

এ বিভাগের আরো খবর