ইন্দোনেশিয়ার জাকার্তায় বিধ্বস্ত শ্রীবিজয়া এয়ারের বোয়িং বিমানের ব্ল্যাকবক্সের সন্ধান মিলেছে।
দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি কমিশনের প্রধান সুরিয়ান্তো জাহিয়ানো সিএনএনকে জানিয়েছেন, ব্ল্যাকবক্সের দুইটি অংশ দুটি আলাদা জায়গায় রয়েছে।
বিমানের ব্ল্যাকবক্সে দুটি অংশের একটি ককপিট ভয়েজ রেকর্ডার (সিভিআর), অন্য অংশটি ফ্লাইট ডাটা রেকর্ডার (এফডিআর)।
সুরিয়ান্তো জাহিয়ানো জানিয়েছেন, ব্ল্যাকবক্সের দুই অংশই থেমে থেমে সংকেত পাঠাচ্ছে। সংকেত অনুসরণ করে ব্ল্যাকবক্স উদ্ধার করা হবে।
এর আগে ইন্দোনেশিয়ার ন্যাশনাল আর্মড ফোর্সেস কমান্ডার মার্শাল হাদি জানিয়েছিলেন, ব্ল্যাকবক্স থেকে দুটি সংকেত পেয়েছেন তারা। সমুদ্রের ৭৫ ফুট গভীর থেকে ওই সংকেত এসেছে বলে জানান তিনি।
শনিবার বিকেলে ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ মডেলের বিমানটি ৬২ যাত্রী নিয়ে জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়ার প্রায় চার মিনিটের মধ্যে কন্ট্রোল রুমের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রোববার জাকার্তার পাশেই সাগরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। আপাতত ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার কাজেই নজর দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, বিমানের যাত্রীদের কেউ জীবিত নেই।
স্থানীয় একটি টেলিভিশনকে রোববার জাকার্তা পুলিশের মুখপাত্র ইয়ুস্রি ইউনুস বলেন, ‘সকালে আমরা দুটি ব্যাগ হাতে পেয়েছি। এর মধ্যে একটিতে রয়েছে বিমানের যাত্রীদের মালামাল, অপরটিতে রয়েছে দেহাবশেষ।’
জাকার্তার উপকূলে উদ্ধারকাজে ছোট আকৃতির একটি যুদ্ধ জাহাজ, কয়েকটি হেলিকপ্টার এবং কয়েক জন ডুবুরি মোতায়েন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ১০ শিশুসহ ৬২ যাত্রী ছিল। তারা সবাই ইন্দোনেশিয়ার।