করোনা টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ।
শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর নিওমে তিনি ফাইজার-বায়োএনটেকের টিকা নেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, টিকা নেয়ায় বাদশাহ সালমানকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।
তিনি বলেন, ‘মহামারি শুরু হওয়ার সময় থেকেই তিনি দেশের মানুষকে সব ধরনের সহায়তা দিতে পাশে ছিলেন।’
দ্বিতীয় উপসাগরীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর আগে বাহরাইন এই টিকার অনুমোদন দিয়েছিল।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নাগরিকদের তিন ধাপে টিকা দেয়া হবে। প্রত্যেক ধাপে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী টিকা পাবে।
কিছু দিন আগে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার ভাই খালিদ বিন সালমান ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন।
সৌদি আরবে টিকার জন্য প্রায় দশ লাখ মানুষ নিবন্ধন করেছেন। রিয়াদ, মক্কা ও পূর্বাঞ্চলের প্রদেশে তিনটি টিকা কেন্দ্র খোলা হয়েছে।