ভারতের নতুন কৃষি আইনের প্রতিবাদে ‘ট্রাক্টর মিছিলের’ মহড়া দিয়েছে আন্দোলনরত কৃষকরা। দিল্লিগামী ইস্টার্ন ও ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার এই মহড়ায় যোগ দেয় পাঞ্জাব ও হরিয়ানার তিন হাজারের বেশি ট্রাক্টর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই প্রস্তুত ছিল দিল্লি পুলিশ। সিরসা ও বিল আকবরপুর থেকে সোনিপতের দিকে আসা গাড়িগুলো দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে ঢুকতে দেয়নি পুলিশ।
তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার না করলে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর মিছিল’ করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে কৃষকরা। তারই মহড়া হলো বৃহস্পতিবার।
কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন এদিন ৪৩তম দিনে গড়িয়েছে। কেন্দ্র সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠকেও আসেনি সমাধান।
শুক্রবার অষ্টম দফায় সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কৃষক সংগঠনগুলোর। এতে সমাধান না আসলে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর মিছিল’ কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে কৃষক আন্দোলনের নেতারা।