নজিরবিহীন তাণ্ডবের পর ক্ষমতা ধরে রাখার গোঁ ধরা থেকে সরে আসলেন ডনাল্ড ট্রাম্প।
কংগ্রেসের যৌথ অধিবেশনে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে জয়ী ঘোষণার পর ট্রাম্প জানিয়েছেন, নিয়মমাফিক উপায়েই ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।
এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। রিপাবলিকান এই রাজনীতিক বলেছেন, ‘এই নির্বাচনের ফল নিয়ে আমার পুরোপুরি দ্বিমত থাকলেও ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ীই আমি ক্ষমতা হস্তান্তর করব।’আরও পড়ুন: সহিংসতার মধ্যেই বাইডেনের জয় নিশ্চিত কংগ্রেসে
৩ নভেম্বরে ভোটে হারের পর থেকেই নির্বাচনের ফল প্রত্যাখান করে আসছিলেন ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই তার ঢালাও দাবি, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তার কাছ থেকে জয় কেড়ে নেয়া হয়েছে।
একাধিক অঙ্গরাজ্যের ভোটের ফল স্থগিত চেয়ে আদালতেও যায় ট্রাম্প শিবির। কিন্তু জালিয়াতির কোনো প্রমাণ হাজির করতে না পারায় বিচারকেরা এসব অভিযোগ আমলে নেয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে জয় পেতে হয় ২৭০টিতে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয় পান ৩০৬টি ইলেকটোরালে। ট্রাম্প পান ২৩২টিতে।
এই ফলে চূড়ান্ত অনুমোদন দিতে বুধবার কংগ্রেস যৌথ অধিবেশন শুরু হলে ক্যাপিটল হিলে ব্যাপক তাণ্ডব চালায় ট্রাম্পের সমর্থকেরা। অচল করে দেয়া হয় পুরো ওয়াশিংটন ডিসি।
এসব সহিংসতায় অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ওয়াশিংটন ডিসিতে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে।আরও পড়ুন: ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, নিহত ৪
কিন্তু এসব কিছুতে টলেনি কংগ্রেস। বাইডেনকেই জয়ী হিসেবে ঘোষণা করেন আইন প্রণেতারা। হার মেনে নেয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ট্রাম্পের।
এসব প্রেক্ষাপটের মধ্যেই আসলো ক্ষমতা হস্তান্তর নিয়ে ট্রাম্পের বিবৃতি।
বিদায়ী প্রেসিডেন্ট বলেন, ‘আমি সবসময় বলেছি, শুধু বৈধ ভোট গণনা করার আমাদের এই লড়াই আমরা অব্যাহত রাখব। প্রেসিডেন্ট ইতিহাসের সবচেয়ে সেরা সময়টা এখানেই শেষ হলেও, সত্যিকার অর্থে এটা আমাদের মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন লড়াইয়ের শুরু।’