ভারতে কৃষি আইন প্রত্যাহার না করার সিদ্ধান্তে অনড় দেশটির সরকার। গত ৪ জানুয়ারি সপ্তম দফার বৈঠকেও আসিনি সমাধান।
এমন পরিস্থিতিতে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন ‘ট্রাক্টর প্যারেড’ করার সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দিলেন আন্দোলনরত কৃষকরা।
সিংঘু, টিকরি ও গাজিপুর সীমান্ত থেকে ট্রাক্টর চালিয়ে বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিমাঞ্চল এক্সপ্রেসওয়েতে প্যারেডের মহড়া দেবেন কৃষকরা। এতে কমপক্ষে এক হাজার ট্রাক্টর যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
সিংঘু সীমান্তে সাংবাদিক সম্মেলনে সংযুক্ত কিষাণ মোর্চার সদস্য যোগেন্দ্র যাদব বলেন, ‘সপ্তম রাউন্ডের বৈঠকেও কৃষি আইন বাতিল প্রশ্নে সমাধান আসেনি। প্রতিবাদে ট্রাক্টর প্যারেডের জন্য মহড়া হবে।’
মহড়া শুরুতে বুধবার হওয়ার কথা থাকলেও, টানা বৃষ্টির কারণে একদিন পেছানো হয়েছে কর্মসূচি।
এদিকে, হরিয়ানার ডিজিপি এখনও মহড়ার অনুমতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে।
গত শনিবার দিল্লির প্রেসক্লাবে কৃষক সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়েছিলেন, কেন্দ্র কৃষি আইন প্রত্যাহার না করলে ২৬ জানুয়ারি এক্সপ্রেসওয়েতে ট্রাক্টর প্যারেড করবেন তারা।