বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডব্লিউএইচওর বিশেষজ্ঞদের ঢুকতে দিল না চীন

  •    
  • ৬ জানুয়ারি, ২০২১ ১৫:৫০

বিশেষজ্ঞ দলকে চীনে ঢুকতে না দেয়ার সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ হিসেবে মন্তব্য করেছেন ডব্লিউএইচওর প্রধান টেডরোস আধানম গেব্রিয়েসুস।

করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে চীনের উদ্দেশে রওনা হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলকে দেশটিতে ঢুকতে বাধা দেয়া হয়েছে।

বিশেষজ্ঞ দলটির দুই জন স্থানীয় সময় মঙ্গলবার চীনের উদ্দেশে রওনা হন। এদের মধ্যে এক জনকে ফেরত পাঠানো হয়েছে। অন্যজন তৃতীয় একটি দেশে ট্রানজিটে রয়েছেন।

ভিসা ছাড়পত্রের জটিলতার কারণে এ সমস্যার উদ্ভব হয়েছে বলে ডব্লিউএইচওর পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক মাস ধরে আলোচনা শেষে গত বছরের ডিসেম্বরে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলকে করোনার উৎস অনুসন্ধানে উহানে যাওয়ার অনুমতি দেয় চীন।

বিশেষজ্ঞ দলকে চীনে ঢুকতে না দেয়ার সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ হিসেবে মন্তব্য করেছেন ডব্লিউএইচওর প্রধান টেডরোস আধানম গেব্রিয়েসুস।

তিনি বলেন, চীন এখনও অনুমতির বিষয়টি চূড়ান্ত করেনি। বিশেষজ্ঞ দলের মধ্যে দুই জন এরই মধ্যে চীনের উদ্দেশে রওনা হয়েছেন। বাকিদের ভ্রমণ শেষ মুহূর্তে আটকে দেয়া হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভা শহরে সাংবাদিকদের গেব্রিয়েসুস বলেন, ‘আমাকে আশ্বস্ত করা হয়েছিল, অনুসন্ধানের কাজ দ্রুত শুরু করতে অভ্যন্তরীণ প্রক্রিয়ার কাজ ত্বরান্বিত করছে চীন।’

কোনো প্রাণী থেকে করোনার উদ্ভব হয়েছে কি না এবং মানুষের দেহে ভাইরাসটি ঠিক কীভাবে ছড়িয়েছে, তা অনুসন্ধানে ১০ সদস্যের আন্তর্জাতিক একটি বিশেষজ্ঞ দলকে চীনে পাঠানোর চেষ্টা করে আসছিল ডব্লিউএইচও।

করোনার উৎস অনুসন্ধান জানুয়ারিতে শুরু হবে বলে গত মাসে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল।

এ বিভাগের আরো খবর