চলতি মাসের শেষ দিকে ভারত সফরে আসার পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। জানিয়েছেন, এই মুহূর্তে নিজ দেশের করোনাভাইরাস পরিস্থিতি তদারকি করা দরকার তার।
মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী আজ সকালে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন। দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী চলতি মাসের শেষ দিকে ভারত সফরে যেতে পারছেন না তিনি।’
করোনাভাইরাস সংক্রমণ যুক্তরাজ্যে ফের ছড়িয়ে পড়েছে। দেশটিতে শনাক্ত হয়েছে করোনার নতুন একটি ধরণ, যা ৭০ শতাংশ বেশি সংক্রামক।
হাসপাতালগুলোতে উপচে পড়ছে করোনারোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার আবার লকডাউন দিয়েছে যুক্তরাজ্য সরকার।
বিবৃতিতে বরিস জনসন বলেছেন, এই মুহূর্তে কোথাও সফরে যাওয়ার চেয়ে দেশের করোনা পরিস্থিতিতে নজর দেয়াটা বেশি জরুরি।
নতুন বছরের প্রথম দিন থেকেই ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট কার্যকর হয়েছে। বিশ্ব বাণিজ্যে দেশগুলোর সঙ্গে নতুন করে চুক্তি করতে হচ্ছে যুক্তরাজ্যকে।
ভারতের সঙ্গে একাধিক বাণিজ্য চুক্তি করতেই ২৬ জানুয়ারি দেশটির রিপাবলিকান প্যারেড ডেতে নয়াদিল্লি সফরে আসার কথা ছিল জনসনের।
তবে আপাতত না পারলেও চলতি বছরের প্রথমার্ধেই ভারত সফরে আসার ব্যাপারে আশাবাদী জনসন। জানিয়েছেন, যুক্তরাজ্যে অনুষ্ঠেয় জি ৭ সম্মেলনে মোদি যোগ দেয়ার আগেই ভারতে আসবেন তিনি।