বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জর্জিয়ায় জিততে মরিয়া ট্রাম্প-বাইডেন

  •    
  • ৫ জানুয়ারি, ২০২১ ১৪:২৬

জর্জিয়ায় ভোটের ফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ। সে জন্য এ ফলের দিকে তাকিয়ে আছে ডেমোক্র্যাট, রিপাবলিকানসহ অনেকেই।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের দুইটি আসনের নির্বাচনকে সামনে রেখে সমাবেশ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন।

এ ভোটের ফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ। সে জন্য ফলের দিকে তাকিয়ে আছে ডেমোক্র্যাট, রিপাবলিকানসহ অনেকেই।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী, জয়ী প্রার্থীকে ৫০ শতাংশ ভোট পেতে হয়। কিন্তু জর্জিয়ায় গত ৩ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কেউই তা নিশ্চিত করতে পারেনি। ফলে সিনেটের দুটি আসনে কে জিতেছেন, তা সে সময় অমীমাংসিত থেকে যায়।

কোনো অঙ্গরাজ্যের নির্বাচনের ফল এমন দাঁড়ালে আবার ভোট নেয়ার প্রথা আছে দেশটিতে। মঙ্গলবার চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জর্জিয়ায়।

মধ্য ডিসেম্বর থেকে শুরু হওয়া এই নির্বাচনে এরই মধ্যে ৩০ লাখেরও বেশি বা প্রায় ৪০ শতাংশ জর্জিয়াবাসী ভোট দিয়েছেন।

জর্জিয়ায় ডেমোক্র্যাটরা জিতলে কংগ্রেসের দুই কক্ষ ও হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। এ কারণেই ফল নিজেদের পক্ষে নিতে মরিয়া ট্রাম্প ও বাইডেন।

নির্বাচনের আগের দিন সোমবার জর্জিয়ার আটলান্টা শহরে মোটর সমাবেশে বাইডেন বলেন, ‘জর্জিয়া, পুরো জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। শুধু চার বছরের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য এই একটা রাজ্যই পারে দেশের চেহারা পাল্টে দিতে।’

একই দিন সন্ধ্যায় জর্জিয়ার ডাল্টন শহরে শেষ সমাবেশ করেন ট্রাম্প। তিনি বলেন, জর্জিয়ার চূড়ান্ত নির্বাচন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে শেষ প্রতিরোধ।

তিনি বলেন, পুরো বিশ্ব দেখছে। প্রিয় আমেরিকাকে বাঁচানোর এটাই শেষ সুযোগ।

এ সময় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সিনেটের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলেও মন্তব্য করেন ট্রাম্প।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল সার্টিফাই করতে বুধবার কংগ্রেসের বসার কথা।

জর্জিয়ায় রিপাবলিকান পার্টির সিনেট প্রার্থী কেলি লোফলার ও ডেভিড পারডু। ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে লড়ছেন জন অসফ ও রেভারেন্ড রাফায়েল ওয়ারনক।

এ বিভাগের আরো খবর