বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আপনারা আপনাদের খাবার খান, আমরা আমাদেরটা খাব’

  •    
  • ৫ জানুয়ারি, ২০২১ ১১:০১

কয়েক জন কৃষক চেয়ারে ও বাকিরা মাটিতে হাঁটু মুড়ে বসে খাবার খাচ্ছিলেন। কাছে একটি টেবিলে তাদের সঙ্গে আনা খাবার রাখা ছিল। 

ভারত সরকারের সঙ্গে সপ্তম বৈঠকেও মন্ত্রীদের দেয়া দুপুরের খাবার খেতে অস্বীকৃতি জানিয়েছেন বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক প্রতিনিধিরা।

কৃষি আইন নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সোমবার রাজধানী দিল্লির সরকারি কনভেনশন সেন্টার ‘বিজ্ঞান ভবনে’ কৃষক প্রতিনিধি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে বৈঠক হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, রেলওয়ে মন্ত্রী পীযূষ গয়াল এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী সোম প্রকাশ।

বৈঠকের এক পর্যায়ে মধ্যাহ্নভোজের সময় হলে মন্ত্রীদের উদ্দেশে কৃষক প্রতিনিধিদের এক জন বলেন, ‘আপনারা আপনাদের খাবার খান, আমরা আমাদেরটা খাব।’

বিজ্ঞান ভবনের ভেতরে তোলা ছবিতে দেখা যায়, কয়েক জন কৃষক চেয়ারে ও বাকিরা মাটিতে হাঁটু মুড়ে বসে খাবার খাচ্ছেন। কাছে একটি টেবিলে তাদের সঙ্গে আনা খাবার রাখা আছে।

মধ্যাহ্নভোজের সময় কৃষিমন্ত্রী ও রেলমন্ত্রীকে কৃষকদের লঙ্গরখানার খাবার খাওয়ার আহ্বান জানানো হয়। ছবিতে দেখা যায়, ডাল, সবজিসহ রুটি মন্ত্রীদের দেয়া হচ্ছে।

কৃষক নেতা ও মন্ত্রীদের মধ্যে প্রতিটি সমঝোতা আলোচনায় দুপুরের খাবারের বিরতিকে মাসখানেক ধরে চলা অচলাবস্থা নিরসনে অগ্রগতির সূচক হিসেবে দেখা হয়।

সামনের শুক্রবার সরকারের সঙ্গে কৃষকদের পরবর্তী বৈঠক হওয়ার কথা।

এর আগে ৩ ডিসেম্বর সরকারের সঙ্গে দ্বিতীয় বৈঠকে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন কৃষকরা।

সে সময় তারা বলেছিলেন, ‘তারা আমাদের খাবারের আমন্ত্রণ জানালে আমরা তা প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সঙ্গে খাবার নিয়ে এসেছি। সরকারের দেয়া কোনো খাবার বা চা আমরা গ্রহণ করব না।’

তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দিল্লি সীমান্তে অবস্থান করছেন হাজারখানেক কৃষক।

এ বিভাগের আরো খবর