পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে শক্ত চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হায়দ্রাবাদভিত্তিক রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। দলটিকে সংক্ষেপে মিম নামে ডাকা হয়।
দলীয় প্রধান আসাদুদ্দিন ওয়েসি রোববার পশ্চিমবঙ্গের ফুরফুরা শরিফে স্থানীয় প্রধান পীরজাদা আব্বাসউদ্দিনসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে ওয়েসি জানান, পীরজাদা আব্বাসউদ্দিন পশ্চিমবঙ্গে দলীয় প্রার্থী। ভোটের প্রচারে তিনি নিজেও আসবেন পশ্চিমবঙ্গে।
তিনি বলেন, ‘মুসলমানদের স্বার্থরক্ষায় ব্যর্থ মমতা বন্দোপধ্যায়ের দল। গুজরাট যখন জ্বলছিল, কোথায় ছিলেন মমতা? আসলে বিজেপির হাত শক্ত করছে তৃণমূল কংগ্রেস।’
বিহারে ‘ভোট কাটাকুটিতে’ বিজেপিকে সুবিধা করে দেয়ার পর খবরের শিরোনামে উঠে আসে মিম। এ কারণে মিমকে বিজেপির ‘বি-টিম’ বলছেন অনেকে।
ওয়েসির পশ্চিমবঙ্গ সফরকে ভালো চোখে দেখছে না তৃণমূল। কারণ রাজ্যে ৩০ শতাংশেরও বেশি মুসলিম ভোটার। সেখানে একটি ধর্মীয় দল নির্বাচন করলে অনেক মুসলিম ভোট হারানোর আশঙ্কা রয়েছে।
যদিও তৃণমূল নেতারা বলছেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের বেশিরভাগই বাঙালি। এ কারণে উর্দুভাষী কোনো দলকে ভোট দেবে না তারা।
নতুন দলকে পরোক্ষভাবে স্বাগত জানিয়েছে বিজেপি। দলটির নেতা ডা. অর্চনা মজুমদার বলেন, ‘গণতান্ত্রিক দেশে যে কেউই ভোটে লড়তে পারে। তবে বাংলার মানুষ উন্নয়নের স্বার্থে বিজেপিকেই ভোট দেবে।'