বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে ভাঙচুর

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ১১:১৪

করোনা মহামারি সহায়তা বিল নিয়ে নানা আলোচনা ও সমালোচনার প্রেক্ষাপটের মধ্যে ন্যান্সি পেলোসি ও সিনেট নেতা মিচ ম্যাককনেলের বাসায় ভাঙচুর হলো।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেট নেতা মিচ ম্যাককনেলের বাসায় ভাঙচুর হয়েছে।

স্থানীয় সময় শনিবার এ ভাঙচুর হয়। তবে কারা এই ভাঙচুর চালিয়েছে তা জানা যায়নি।

ক্যালিফোর্নিয়ায় পেলোসির বাসায় ছিটানো হয়েছে নকল রক্ত, ফেলে রাখা হয়েছে শুকরের একটি মাথা। আঁকা হয়েছে গ্রাফিতি।

কেন্টাকিতে সিনেটর ম্যাককনেলের বাসায়ও একই ধরনের ভাঙচুর হয়েছে। এলোমেলো আঁকিবুঁকিতে ছিল এমনও লেখা- ‘আমার টাকা কোথায়’।

করোনা মহামারি সহায়তা বিল নিয়ে নানা আলোচনা ও সমালোচনার প্রেক্ষাপটের মধ্যে দুই প্রভাবশালী নেতার বাসায় ভাঙচুর হলো।

করোনা বিলে প্রত্যেক নাগরিককে আর্থিক সহায়তার পরিমাণ ৬০০ ডলার থেকে ২০০০ ডলার করতে মঙ্গলবার ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস হয়। এতে সমর্থন দেন ৪০ জন রিপাবলিকান আইনপ্রণেতাও।

এই প্রস্তাবে আগে থেকেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্মতি থাকলেও তা পাস হয়নি রিপাবলিক সংখ্যাগরিষ্ঠের আইনসভার উচ্চকক্ষ সিনেটে।

করোনা বিলে অর্থের পরিমাণ বাড়ানোর বিরুদ্ধে অবস্থান নিয়ে বুধবার রিপাবলিকান সিনেটর ম্যাককনেল বলেছিলেন, ‘সহায়তার দরকার নেই এসব ডেমোক্র্যাট ধনী বন্ধুদের হাতে ধার করে আরও অর্থ তুলে দেয়া নিয়ে সিনেটের তাড়াহুড়া নেই।’

এদিকে নিজের বাসায় ভাঙচুরের পর কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন ম্যাককনেল। এতে করোনা বিল নিয়ে তার মতের পক্ষে বিপক্ষে অবস্থান নেয়া সকল কেন্টাকিবাসীর প্রশংসা করেছেন বটে।

কিন্তু বলেছেন, ‘ভাঙচুরের বিষয়টি ব্যতিক্রম। ভাঙচুর এবং ভয়ের রাজনীতির ঠাঁই আমাদের সমাজে নেই।’

নিজ বাসভবনে ভাঙচুর প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি ন্যান্সি পেলোসি। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর পুলিশ জানিয়েছে, তারা পেলোসির বাসভবনে হামলার বিষয়টি তদন্ত করছে।

এ বিভাগের আরো খবর