বিখ্যাত টিভি উপস্থাপক ল্যারি কিং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রায় এক সপ্তাহ আগে ৮৭ বছর বয়সী ল্যারি কিংকে লস অ্যাঞ্জেলেসের সিনাই মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে পরিবার।
রোববার সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, ডায়াবেটিসে ভোগা ল্যারি কিং এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১৭ সালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসায় ক্যান্সার থেকে সেরেও উঠেছিলেন ল্যারি।
হৃদরোগ নিয়ে নিজের অভিজ্ঞতা তাকে দাতব্য সংস্থা প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। ল্যারি কিং কার্ডিয়াক ফাউন্ডেশন নামের সংস্থাটি এ পর্যন্ত অন্তত ৪ হাজার মানুষকে সহায়তা করেছে।
ল্যারি কিং প্রায় ২৫ বছর আমেরিকান সংবাদমাধ্যম সিএনএনের উপস্থাপক হিসেবে কাজ করেছেন। ‘ল্যারি কিং লাইভ’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতেন তিনি।
রিচার্ড নিক্সনের পরে যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টের টিভি সাক্ষাৎকার নিয়েছেন ল্যারি।
এ ছাড়াও তিনি বিভিন্ন চলচ্চিত্র তারকা, রাজনীতিক, খেলোয়াড় ও সাধারণ মানুষেরও সাক্ষাৎকার নিয়েছেন।
গত বছরই নিজের দুই সন্তানকে হারিয়েছেন ল্যারি। টুইটারে ল্যারি কিংয়ের প্রায় ২০ লাখ ফলোয়ার রয়েছেন।