বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুঁড়িয়ে দেয়া মন্দির নির্মাণে অনুদান দিচ্ছে পাকিস্তান সরকার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জানুয়ারি, ২০২১ ১৪:২৯

প্রাদেশিক তথ্যমন্ত্রী কামরান বানগাস জানান, মন্দিরটি পুনর্নির্মাণে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। অতিসত্বর মন্দিরের নির্মাণ কাজ শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় নিরাপত্তাও দেবে সরকার।

পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে ধর্মীয় উন্মাদনায় ধ্বংস হওয়া মন্দির আবার নির্মাণে অনুদান দিচ্ছে সরকার। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বুধবার খাইবার পাখতুনখোওয়া প্রদেশের কারাক জেলার একটি মন্দিরে হামলা চালায় স্থানীয় মুসলমানদের একটি দল। শ্রী পরমহংস জি মহারাজ সমাধি নামের ওই মন্দিরটিতে আগুনও দেয় তারা। এ ঘটনায় উসকানি দেয়ার অভিযোগে স্থানীয় এক ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ৪৫ জনকে।

শুক্রবার খাইবারের প্রাদেশিক তথ্যমন্ত্রী কামরান বানগাস বলেন, ‘হামলায় যে ক্ষতি হয়েছে তাতে আমরা ব্যথিত।’

তিনি জানান, মন্দিরটি পুনর্নির্মাণে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

তথ্যমন্ত্রী কামরান বানগাস বলেন, ‘অতিসত্বর মন্দিরের নির্মাণ কাজ শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় নিরাপত্তাও দেবে সরকার।’

১৯৯৭ সালে মন্দিরটিকে আরও একবার গুঁড়িয়ে দেয়া হয়েছিল। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে এর সংস্কার কাজ চলছিল।

পাকিস্তানে প্রায় ৮০ লাখ হিন্দু রয়েছেন। এদের বেশিরভাগই বাস করেন সিন্ধু প্রদেশে।

পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা প্রায়ই নিপীড়নের শিকার হন। দেশটির মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী।

এ বিভাগের আরো খবর