সংস্কারের পর উনিশ শতকের একটি গির্জাকে শিল্পকলা কেন্দ্র বানানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।
হলি ট্রিনিটি আর্মেনিয়ান চার্চ নামে ওই গির্জাটি কোনিয়া প্রদেশে অবস্থিত। আর্মেনিয়ার সংবাদমাধ্যম আগোসে এ খবর জানানো হয়েছে।
সংস্কারের উদ্দেশ্যে গির্জাটি বন্ধ করে দিয়েছিল তুরস্ক সরকার। ২০১৭ সালে সংস্কার শেষ হলেও সেটি আর খুলে দেয়া হয়নি। সম্প্রতি সরকার ঘোষণা দিয়েছে গির্জাটিকে বিশ্বের বিখ্যাত রম্য শিল্পীদের শিল্পকেন্দ্র হিসেবে খুলে দেয়া হবে। তবে এর তারিখ এখনও জানানো হয়নি।
আগোস জানিয়েছে, গির্জাটিকে শিল্পকেন্দ্রে পরিণত করতে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ডলার খরচ করেছে তুরস্ক সরকার।
খ্রিষ্টানদের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। গির্জাটি স্থানীয় খ্রিষ্টানদের কাছে হস্তান্তর করার দাবিও জানিয়েছে তারা।
এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল খ্রিষ্টান কনসার্ন (আইসিসি) বলেছে, ‘তুরস্ক সরকার ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে কেমন দৃষ্টিভঙ্গি পোষণ করে তারই উদাহরণ এই সিদ্ধান্ত।’