বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ বাড়াচ্ছে ইরান

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ০৯:২৫

পারমাণুবিক বোমা তৈরির পর্যায়ে যেতে ইরানকে ইউরোনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হবে। কিন্তু এই মাত্রা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্ত অনুযায়ী ৩ দশমিক ৬৭ শতাংশে রাখার কথা ছিল দেশটির।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে যাচ্ছে ইরান, যা পারমাণবিক চুক্তির বড় ধরনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

পারমাণুবিক বোমা তৈরির পর্যায়ে যেতে ইরানকে ইউরোনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হবে। কিন্তু এই মাত্রা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্ত অনুযায়ী ৩ দশমিক ৬৭ শতাংশে রাখার কথা ছিল দেশটির।

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের টানাপোড়েন অনেক দিনের। দেশগুলোর অভিযোগ, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে মধ্য প্রাচ্যের দেশটি। যদিও এ অভিযোগ সব সময়ই প্রত্যাখান করে যাচ্ছে তেহরান।

বিষয়টি নিয়ে চরম উত্তেজনার এক পর্যায়ে ২০১৫ সালে ছয় শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান।

চুক্তির শর্ত ছিল, পারমাণবিক কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৪ শতাংশের নিচে সীমিত রাখবে ইরান। সেই সঙ্গে তাদের যেকোনো পারমাণবিক স্থাপনায় যেকোনো সময় আইএইএর প্রতিনিধিরা পরিদর্শন করতে পারবে। বদৌলতে, ইরানের ওপর থেকে দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়। এরপর তেহরানের ওপর একের পর এক অবরোধ আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চুক্তি লঙ্ঘনের পথ বেছে নিয়েছে ইরানও।

তবে এই পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর করার বিষয়ে আশাবাদী বাকি পাঁচ বৃহৎ শক্তি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন।

আইএইএ বলছে, তাদেরকে ইরান জানিয়েছে, পাহাড়ের গভীরে নির্মিত ফরডো জ্বালানি সমৃদ্ধকরণ প্লান্টে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

জাতিসংঘের আওতাধীন সংস্থাটি থেকে বলা হয়েছে, ‘এই কার্যক্রম কবে নাগাদ শুরু হবে ইরানের পাঠানো চিঠিতে তা উল্লেখ নেই।’

২০১৯ সালেই পরমাণু চুক্তি লঙ্ঘন করে ইরান। তখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সাড়ে চার শতাংশে উন্নিত করে দেশটি।

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফাকরিজাদেহ গুপ্তহত্যার শিকার হওয়ার এক সপ্তাহের মধ্যেই ২ ডিসেম্বর ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নতুন আইন পাস করে দেশটির পার্লামেন্ট।

তাতে পরিষ্কার করে বলা হয়, জ্বালানি তেল ও অর্থনৈতিক খাতগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা হলে ইরান সরকার ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ ২০ শতাংশে নিয়ে যাবে।

নতুন আইনের মাধ্যমে ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলোতে জাতিসংঘের পরিদর্শনও রোধ করা হয়।

হেক্সাফ্লোরাইড গ্যাস মেশানোর মাধ্যমে সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া যায়। পরমাণু ফিশন ঘটাতে সবচেয়ে কার্যকর আইসোটোপ পেতে ইউরোনিয়াম সমৃদ্ধ করাই একমাত্র উপায়। সমৃদ্ধ ইউরোনিয়ামকে বলা হয় ‘ইউ-২৩৫’।

তবে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিম্ন পর্যায়ে রেখে বাণিজ্যিক উদ্দেশেও ব্যবহার করা যায়। ৩ থেকে ৫ শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধ করে কম খরচে উৎপাদন করা যায় বিদ্যুৎ।

এ বিভাগের আরো খবর