যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত একটি বিলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভেটো নাকচ করেছে দেশটির আইনসভা কংগ্রেস।
ট্রাম্প প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেয়ার পর এই প্রথম তার কোনো ভেটো আমলে নিল না কংগ্রেস।
কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্টের ভেটো নাকচ করতে দুই-তৃতীয়াংশ ভোটের দরকার হয়।
রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ সিনেটে স্থানীয় সময় শুক্রবার বিলটির পক্ষে ৮১টি ও বিপক্ষে ১৩টি ভোট পড়ে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।
ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) নামের বিলটিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা তহবিলের জন্য ৭৪০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়।
যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস শপথ নেয়ার দুই দিন আগে ট্রাম্পের মতামত উপেক্ষা করা হলো।
বিলটির কয়েকটি বিষয়ের সঙ্গে দ্বিমত ছিল ট্রাম্পের। আফগানিস্তান ও ইউরোপ থেকে সেনা কমানোর পক্ষে ছিলেন তিনি। সামরিক ঘাঁটি থেকে কনফেডারেট নেতাদের নামও সরিয়ে ফেলতে চেয়েছিলেন তিনি।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সংশ্লিষ্ট কোম্পানিগুলোর দায়বদ্ধতা বেষ্টনীও তুলে নেয়ার পক্ষে ছিলেন ট্রাম্প।
তিনি এক টুইটবার্তায় বলেন, ‘২৩০ ধারা যেটিতে বৃহৎ প্রযুক্তি কোম্পানিকে অপরিসীম ক্ষমতা দেয়া হয়েছে, তা বাতিল করতে পারল না আমাদের রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। বিষয়টি দুঃখজনক।’
যুক্তরাষ্ট্রের কোনো বিল আইনে পরিণত করতে প্রেসিডেন্টের সই লাগে।
নীতির প্রশ্নে বিরোধ থাকলে প্রেসিডেন্ট বিলটিতে ভেটো দিতে পারেন বা বাতিলও করতে পারেন। তখন সেই বিল পাসে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ ভোটের দরকার পড়ে।