বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় ভারত-পাকিস্তানের

  •    
  • ১ জানুয়ারি, ২০২১ ২২:১০

একাধিকবার যুদ্ধে জড়ানো ভারত-পাকিস্তান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না করার বিষয়ে ১৯৮৮ সালের ডিসেম্বরে একটি চুক্তি করে। সে অনুযায়ী, ১৯৯২ সাল থেকে নিজেদের পারমাণবিক স্থাপনা বিষয়ক তালিকা বিনিময় করে আসছে দেশ দুটি।

বছরের প্রথম দিন নিজ নিজ পারমাণবিক স্থাপনা ও আনুষঙ্গিক তালিকা একে অপরকে হস্তান্তর করেছে ভারত ও পাকিস্তান।

যুদ্ধকালীন পরিস্থিতিতেও নিজ নিজ পারমাণবিক স্থাপনাগুলো যাতে হামলা থেকে রক্ষা করা যায় সেই লক্ষ্যেই এ তালিকা তুলে দেয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

একাধিকবার যুদ্ধে জড়ানো প্রতিবেশী দেশ দুটি পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না করার বিষয়ে ১৯৮৮ সালের ডিসেম্বরে একটি চুক্তি করে। সে অনুযায়ী, ১৯৯২ সাল থেকে বছরের প্রথম দিন নিজেদের পারমাণবিক স্থাপনা বিষয়ক তালিকা বিনিময় করে আসছে তারা।

এই চুক্তির আওতায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশের পারমাণবিক স্থাপনা সংক্রান্ত একটি তালিকা ভারতীয় হাইকমিশনকে হস্তান্তর করে। একই ধরনের তালিকা নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে হস্তান্তর করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই ধরনের তালিকা ভারত-পাকিস্তান প্রথম হস্তান্তর করে ১৯৯২ সালের জানুয়ারিতে। চুক্তি অনুযায়ী, উভয় দেশ একে-অপরের পারমাণবিক স্থাপনায় প্রত্যক্ষ বা পরোক্ষাভাবে হামলা চালানো বা কোনো ধরনের ক্ষতি করার অভিপ্রায় এড়িয়ে চলবে।

প্রতেবেশী হলেও গত ৭০ বছর ধরেই সীমান্ত ও কাশ্মীর ইস্যুসহ নানা দ্বন্দ্ব লেগেই আছে ভারত-পাকিস্তানের। এই সময়ে তিনবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি।

ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালে আত্মঘাতী হামলায় ৪৪ জন ভারতীয় সেনা সদস্য নিহতের পর থেকে দেশ দুটির সম্পর্ক নতুন করে তলানিতে ঠেকে।

পুলওয়ামায় হামলার জের ধরে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পাকিস্তানি বাহিনী ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে এবং এক পাইলটকে আটক করে। এসব প্রেক্ষাপটে পারমাণবিক শক্তিধর দেশ দুটি আবারও যুদ্ধে জড়ানোর দ্বারপ্রান্তে চলে এসেছিল।

উত্তেজনার মধ্যেই ২০১৯ সালের আগস্টে জাতিসংঘের নিরাপত্তা সংস্থাকে পাশ কাটিয়ে নিজেদের অধিকৃত কাশ্মীর শাসন নিয়ে নতুন একটি আইন পাস করে ভারতীয় কেন্দ্রীয় সরকার। এতে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। এর ফলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তিক্ত হয়।

সম্প্রতি, পাকিস্তান দাবি করেছে, পুলওয়ামা ঘটনার পর ভারতীয় বাহিনী যেভাবে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছিল, আবারও তেমন হামলা চালানোর পরিকল্পনা করছে

এ ব্যাপারে ইসলামাবাদ হুঁশিয়ার করে দিয়ে বলেছে, তা হলে কঠিন জবাব দেয়া হবে, যেমনটা ঘটেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে।

এ বিভাগের আরো খবর