যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিবাসন সংক্রান্ত দুটি নিষেধাজ্ঞার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন।
করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থায় দেশটির শ্রমিকদের সুরক্ষায় স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ সময়সীমা বাড়ান বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
গত বছরের এপ্রিল ও জুনে অনেক গ্রিন কার্ড আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। ৩১ ডিসেম্বর এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।
ট্রাম্পের এ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন।
আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজের দায়িত্ব নিতে যাচ্ছেন বাইডেন। ট্রাম্পের নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেয়া হবে কি না, এ বিষয়ে এখনও কিছু বলেননি তিনি।যুক্তরাষ্ট্রজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় কমপক্ষে দুই কোটি মানুষ দেশটিতে বেকার ভাতা পাচ্ছেন।