যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার স্যামুয়েল লিটলের মৃত্যু হয়েছে।
দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে স্থানীয় সময় বুধবার সকালে মৃত্যু হয় তার।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী লিটলের মৃত্যুর কারণ জানা যায়নি। আশির দশকে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে তিন নারীকে হত্যার দায়ে ২০১৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। তখন থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির একটি কারাগারে ছিলেন তিনি।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশনের মুখপাত্র ভিকি ওয়াটার্স বুধবার রাতে এক ই-মেইলে বলেন, লিটলের মৃত্যুর সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ নেই।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন লিটল।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, চার দশকেরও বেশি সময় পর্যন্ত দণ্ডাদেশ থেকে পালিয়ে বেড়াতে সক্ষম হন লিটল।
১৯৭০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যজুড়ে ৯৩ জনকে হত্যা করেন তিনি। গ্রেপ্তারের পর এসবের দায় স্বীকার করেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) জানায়, ৯৩টি খুনের মধ্যে কমপক্ষে ৫০টির সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। অন্তত আটটি হত্যার ঘটনায় লিটলকে দোষী সাব্যস্ত করা হয়।
কয়েকটি খুনের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষা করে তদন্ত শেষ করা হয়।
মূলত নারীরাই ছিলেন লিটলের শিকার। এই নারীদের অনেকেই যৌনকর্মী, মাদকসেবী ও দরিদ্র কম বয়সী কৃষ্ণাঙ্গ, যারা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।
বেশির ভাগ ক্ষেত্রেই এসব নারীর মৃত্যু প্রভাবশালীদের মৃত্যুর মতো মনোযোগ বা ক্ষোভ সঞ্চার করতে পারেনি।