যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের প্রশাসনের প্রথম ১০০ জনের মধ্যে থাকছেন ৬১ শতাংশ নারী ও ৫৪ শতাংশ অশ্বেতাঙ্গ।
বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিস স্থানীয় সময় বুধবার তাদের প্রশাসনে কাজ শুরু করতে যাওয়া ১০০ সদস্যের নাম ঘোষণা করেন।
বাইডেনের অন্তর্বর্তী দলের পক্ষ থেকে জানানো হয়, প্রথম ১০০ জনের মধ্যে ১১ শতাংশ এলজিবিটিকিউ+ রয়েছেন।
অন্তর্বর্তী দল প্রকাশিত পরিসংখ্যানের বরাতে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) জানায়, নিয়োগ পাওয়াদের মধ্যে প্রায় ২০ শতাংশ প্রথম প্রজন্মের আমেরিকান। এ ছাড়া হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেতে যাওয়াদের মধ্যে সন্তান আছে প্রায় ৪০ শতাংশের।
এ বিষয়ে বাইডেন বলেন, ‘শুরু থেকেই হ্যারিস ও আমি আমেরিকাকে প্রতিনিধিত্ব করে এমন প্রশাসন গড়ে তুলতে চেয়েছি। আমাদের দেশ বেশ কিছু জরুরি সংকটের মুখে। এসব সংকটের আরও কার্যকর সমাধান ও ভালো ফলের জন্য বৈচিত্র্যপূর্ণ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‘দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে ভালো অবস্থানে নিতে তারা আমাদের সহযোগিতা করবেন। একসঙ্গে আমরা সামনে এগোব। এমন কিছু নেই যা আমরা অর্জন করতে পারি না।’
কমলা হ্যারিস বলেন, ‘দায়িত্ব নেয়ার প্রথম দিনই এসব অসাধারণ সরকারি কর্মচারীরা কাজের মাধ্যমে তাদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেবেন। করোনাভাইরাস নিয়ন্ত্রণ, নিরাপদে ও দায়িত্বশীলতার সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধার, স্কুল ফের খোলা ও দেশ পুনর্গঠনে আমি তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’