পাকিস্তানের বেলুচিস্তানের হারনাই জেলায় আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের একটি পোস্টে সন্ত্রাসী হামলায় বাহিনীটির সাত সদস্য নিহত হয়েছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, শনিবার শেষ রাতের দিকে হামলা চালানো সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলিতে ফ্রন্টিয়ার কর্পসের সাত সদস্য ‘শহিদ’ হন।
বিবৃতিতে জানানো হয়, ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে এবং হামলাকারীরা যাতে পালাতে না পারে সেজন্য রাস্তাগুলো ব্লক করে দেয়া হয়েছে। তাদের ধরতে ব্যাপক অভিযান চলছে।
আইএসপিআর থেকে বলা হয়, রাষ্ট্রবিরোধী শক্তির মদদে এসব হামলা চালিয়ে কষ্টে অর্জিত বেলুচিস্তানের শাস্তি ও সমৃদ্ধি নস্যাৎ করতে দেয়া হবে না। যেকোনো মূল্যে তাদের অপকর্ম রুখে দেয়া হবে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এসব হামলার পেছনে ভারতের হাত রয়েছে দাবি করে তিনি বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও দোয়া। ভারতীয় সন্ত্রাসীদের মদদে হামলার শিকার আমাদের সেনাদের পাশে আছে দেশ।’
পাঁচ দিন আগে বেলুচিস্তানের আওয়ারান এলাকায় পাকিস্তান নিরাপত্তাবাহিনীর অভিযানে ১০ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যার পর ফ্রন্টিয়ার কর্পসের পোস্টে এ হামলা হলো।
স্বাধীনতার দাবিতে বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এর জেরে সেখানে পাকিস্তানবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রায়ই সংঘর্ষে জড়ায়।