টিকাদান কর্মসূচি শুরু হলেও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি পরিস্থিতির উন্নতি নেই। ক্রমেই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।
জনস হপকিন্স ইউনিভার্সিটির উপাত্তে তুলে ধরে এএফপি জানিয়েছে, এক সপ্তাহের কম সময়ের মধ্যে শনাক্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ১০ লাখ লোক।
তাতে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৯১ লাখ। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার মানুষের।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। নভেম্বরের শুরু থেকে প্রতি সপ্তাহে কম পক্ষে ১০ লাখ শনাক্ত দেখছে দেশটি।
জনস হপকিন্স শনিবার এক হিসাবে জানায়, এখন পর্যন্ত প্রতি এক হাজার আমেরিকানের মধ্যে একজনের করোনায় মৃত্যু হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গণ টিকাদান শুরু হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১০ লাখের বেশি নাগরিক, দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি।
এদিকে, আরও ভয়ের কথা শুনিয়েছেন হোয়াইট হাউজের করোনা বিষয়ক টাস্কফোর্সের সদস্য ও যুক্তরাষ্ট্রের ছোঁয়াচে রোগ বিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।
তিনি জানান, বড়দিনের চলমান ছুটিতে মানুষের চলাফেরা বাড়ায় করোনা পরিস্থিতি ‘কঠিন অবস্থায়’ পৌঁছাতে পারে। ফাউচির ধারণা, সবচেয়ে বাজে পরিস্থিতিটা হয়তো এখনও আসেনি।