নিজের অবস্থান থেকে সরে এসে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের করোনা মহামারি সহায়তা এবং সরকারি ব্যয় প্যাকেজ বিলে সই করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বিল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিকের বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের কম, তাদের সরকার থেকে এককালীন ৬০০ ডলার আর্থিক সহায়তা দেয়া হবে।
কয়েক মাস আলোচনা এবং দর কষাকষির পর কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মতভাবে পাস হওয়া বিলে সই করার বিরুদ্ধে ছিলেন ট্রাম্প। এই বিলে অর্থের অঙ্ক আরও বড় হওয়া দরকার বলে মত দেন তিনি।
বিলে ট্রাম্প সই না করলে বন্ধ হয়ে যেত যুক্তরাষ্ট্রের প্রায় এক লাখ ৪০ হাজার লোকের বেকারভাতা। কিছু কিছু সরকারি পরিষেবাও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
বিষয়টি নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ছিল। এসবের প্রেক্ষপটে স্থানীয় সময় রোববার সন্ধ্যার দিকে ট্রাম্প টুইটারে লেখেন, ‘কোভিড রিলিফ বিল নিয়ে ভালো খবর আসছে। নজর রাখুন।’
এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই আসে বিলে সই করার খবর।
এর আগে শনিবার এই বিলে সই করতে ট্রাম্পকে আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন। বিষয়টি নিয়ে দেরি করা হলে নাগরিকদের দুর্ভোগ ‘ভয়াবহ’ হতে পারে বলে সতর্ক করেন তিনি।