বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে আরেক কৃষকের আত্মহত্যা

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ২২:২৮

‘অনেক দুঃখের সঙ্গে বলছি, আপনি আদানি এবং আম্বানিদের প্রধানমন্ত্রী। কৃষক ও শ্রমিকেরা প্রতারিত হচ্ছে। পুঁজিপতিদের পেট ভরাতে গিয়ে সাধারণ মানুষ এবং কৃষির সর্বনাশ করছেন আপনি। তিনটি কৃষি আইন করে কর্পোরেট পুঁজির হাত শক্ত করেছেন। সামাজিকভাবে জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি।’ 

দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সমর্থনে আত্মহত্যা করলেন আইনজীবী অমরজিৎ সিং। পাঞ্জাবের ফাজিলকা জেলার জালালাবাদের বাসিন্দা এই আইনজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে লিখেছেন একটি সুইসাইড নোট।

দিল্লি-হরিয়ানার টিকরি সীমান্তের যেখানে কৃষকদের প্রতিবাদ চলছে তার কয়েক কিলোমিটার দূরেই আত্মঘাতী হন অমরজিৎ সিং। বিষপানে আত্মহত্যা করেন তিনি।

গুরুতর অবস্থায় রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন অমরজিৎকে।

অমরজিতের সুইসাইড নোটটি মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে লেখা একটি চিঠি। শুরুতেই সেখানে মোদিকে 'স্বৈরাচারী' তকমা দিয়েছেন। লিখেছেন, ‘অনেক দুঃখের সঙ্গে বলছি, আপনি আদানি এবং আম্বানিদের প্রধানমন্ত্রী। কৃষক ও শ্রমিকেরা প্রতারিত হচ্ছে। পুঁজিপতিদের পেট ভরাতে গিয়ে সাধারণ মানুষ এবং কৃষির সর্বনাশ করছেন আপনি। তিনটি কৃষি আইন করে কর্পোরেট পুঁজির হাত শক্ত করেছেন। সামাজিকভাবে জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি।’

চিঠিটি ১৮ তারিখে লেখা। প্রায় পুরোটা কম্পিউটারে টাইপ করা হলেও শেষের দিকে হিন্দি হরফে হাতের লেখাও আছে। স্বাক্ষর এবং তারিখ লেখা হাতেই।

সম্প্রতি কৃষক বিক্ষোভের জেরে তিন জন আত্মহত্যা করেছেন। কয়েকদিন আগে গুলি চালিয়ে আত্মঘাতী হন সন্ত রাম সিংহ নামের একজন। বিক্ষোভ থেকে ফিরে ২২ বছরের এক কৃষক বাড়িতে আত্মহত্যা করেন।

এছাড়া পাঞ্জাবের ৬৫ বছরের এক কৃষক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পুলিশ বলছে, অমরজিতের পরিবারকে মৃত্যুসংবাদ দেওয়া হয়েছে। সুইসাইড নোট বা চিঠির সত্যতা জানতে তদন্ত শুরু হয়েছে।

এ বিভাগের আরো খবর