করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আবারও লকডাউন আরোপ করা হয়েছে ইসরায়েলে। এই নিয়ে তৃতীয়বার কঠিন এই পদক্ষেপ নিল দেশটি।
স্থানীয় সময় রোববার বিকেল ৫টা থেকে কার্যকর হবে এবারের লকডাউন।
অবশ্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আশাবাদ প্রকাশ করে বলেছেন, ব্যাপক হারে টিকাদান শুরু হলে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই।
সাম্প্রতিক সময়ে করোনার প্রাদুর্ভাব বাড়তির দিকে থাকায় তিন দিন আগে ইসরায়েল সরকার এক ঘোষণায় জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আবার কঠিন বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
এর আগে দুইবার লকডাউন দেয়া হয়েছিল ইসরায়েলে। এতে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেশ সফলও হয় দেশটি।
লকডাউনের সময় নাগরিকদের নিজেদের বাড়ি ও এর আশাপাশে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এই সময়ে আত্মীয়-স্বজনদের বাসায় বেড়ানোয় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এ ছাড়া কম গুরুত্বপূর্ণ দোকানপাট, পার্ক, চিড়িয়াখানার মতো জনসমাগম স্থলগুলো বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে সামাজিক দূরত্ব সাপেক্ষে লকডাউনের মাঝেও স্কুলগুলোর কার্যক্রম চালু রাখা যাবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে গণপরিবহন।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, গণ টিকাদানের জন্য প্রস্তুতি নিচ্ছে তার সরকার। এক মাসের মধ্যে নিজেদের এক-চতুর্থাংশ তথা ২২ লাখ ৫০ হাজার নাগরিককে টিকা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
নেতানিয়াহু জানান, কম সময়ের মধ্যে রেকর্ড সংখ্যক নাগরিককে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর ইসরায়েলের প্রথম নাগরিক হিসেবে টিকা নিয়েছেন তিনি। আগামী সপ্তাহে শুরু হবে দেশজুড়ে টিকাদান।