জানমাল রক্ষার ডাকে সাড়া দিতে গিয়ে এক কিশোরের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছে ব্রিটিশ পুলিশ।
স্টকপোর্টের গার্নাস লেনে স্থানীয় সময় শনিবার রাতে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ১৫ বছরের ওই কিশোরের।
এতে কিশোরের মাথায় আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন গাড়ির পুলিশ সদস্যরা।
পুলিশ বলছে, শনিবার রাতে হেল্পলাইনে (৯৯৯) পারিবারিক সহিংসতার একটি অভিযোগ পান তারা।ঘটনাস্থলে যেতে আর্নফিল্ড-রোস্টন সড়ক ব্যবহার করছিল পুলিশের গাড়িটি। সে পথ দিয়েই হাঁটছিল কিশোর। গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাত পায় সে।
অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত পুলিশের দলটিই কিশোরকে প্রাথমিক চিকিৎসা দেয়।
ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলছেন স্থানীয় পুলিশ কমিশনার। তদন্ত করে ব্যবস্থা নেয়ার ভার দিয়েছেন পুলিশের বিশেষ টিম প্রফেশন্যাল স্ট্যান্ডার্স ব্রাঞ্চকে।
তদন্ত কর্মকর্তারা ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকলে জরুরি নম্বরে যোগাযোগ করে তদন্তে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।