পাকিস্তানে উত্তরাঞ্চলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই পাইলটসহ চার জন সৈনিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এক বিবৃতিতে বলা হয়েছে, এক সেনা সদস্যের মরদেহ স্কারদু সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ‘যান্ত্রিকে ত্রুটির কারণে’ গিলগিত-বালতিস্তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানে গত কয়েক বছরে সামরিক ও বেসামরিক বিমান সেবা অনেকটা অনিরাপদ হয়ে উঠেছে। দেশটিতে প্রায়ই বিমান ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটছে।
চলতি বছরের মে মাসে করাচি বিমানবন্দরের পাশে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ক্রু যাত্রীসহ ৯৮ জনের মৃত্যু হয়।
এর আগে ২০১৫ সালের আগস্টে দেশটির উত্তর পশ্চিম এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে প্রাণ হারান ১২ জন।
একই বছর মি-১৭ নামের একটি সামরিক হেলিকপ্টার পার্বত্য গিলগিত এলাকার একটি বিনোদন কেন্দ্রে বিধ্বস্ত হলে দুই রাষ্ট্রদূতসহ নিহত হয় সাত আরোহী।
স্বায়ত্তশাসিত গিলজিত এলাকাটি কৌশলগত দিক থেকে পাকিস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটির অবস্থান চীন, আফগানিস্তান ও ভারত অধীকৃত কাশ্মীর সীমান্ত এলাকায়।