সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) বন্দুকধারীদের গুলিতে জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
আলাদা আরেকটি হামলায় আহত হয়েছেন আরও দুই শান্তিরক্ষী।
শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রোববার দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের বিরোধের মধ্যেই এই হামলা হলো।
জাতিসংঘের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির ডেকোয়া ও বাকুউমা এলাকায় এসব হামলা হয়।
জাতিসংঘের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘বুরুন্ডি থেকে যাওয়া তিন জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।’
তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
খনিজসম্পদ সমৃদ্ধ দেশটিতে কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে।
রোববারের নির্বাচনের আগে এই হামলার জন্য বিরোধী পক্ষকে দায়ী করেছেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন আরচাঞ্জ তাউডেরা।
তবে বিরোধী দলগুলোর নেতৃত্ব দেয়া ফ্রাঁসোয়া বোজিজে এই অভিযোগ অস্বীকার করেছেন।
শান্তিরক্ষীদের ওপর এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে জাতিসংঘ।
জাতিসংঘের হিসাব অনুযায়ী দেশটিতে ১ হাজার ১৪৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন।