তুরস্ক ইসরায়েলের সঙ্গে আরও ভালো সম্পর্ক চায় বলে মন্তব্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের পরে গণমাধ্যমের সামনে এরদোয়ান এ মন্তব্য করেন।
এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে কিছু সমস্যা রয়েছে। এগুলো না থাকলে সম্পর্ক আলাদা রকম হতে পারত।’
তিনি বলেন, ‘আমরা দুই দেশের সম্পর্ককে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই।’
তবে এসময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়নেরও সমালোচনা করেন এরদোয়ান।
তিনি বলেন, ‘ফিলিস্তিন নীতিই আমাদের বিবেচনার বিষয়। আমাদের পক্ষে ইসরায়লের ফিলিস্তিন নীতি মেনে নেয়া সম্ভব নয়। ফিলিস্তিনিদের প্রতি তাদের নির্মম আচরণও অগ্রহণযোগ্য।’
ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়া প্রথম মুসলিম দেশ তুরস্ক। দেশটি ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
এরদোয়ান ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও মজবুত হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পেয়েছে।