করোনাভাইরাসের কারণে খুব একটা আমেজ নেই এবারের বড়দিনে। উৎসবের দিনটা খুব বিষণ্ন কাটছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। তিনি ও তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ অনেকটা একা হয়ে পড়েছেন।
ঐতিহ্য অনুযায়ী রানী প্রতি বছরই বড়দিনটা কাটান ইংল্যান্ডের নরফোকের স্যানড্রিংহ্যাম হাউসে। সেই রেওয়াজে এবার ব্যত্যয় ঘটল। এবার তিনি বার্কশায়ারের উইন্ডসর ক্যাসেলেই থাকছেন।
ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত বড়দিন এক সঙ্গে কাটান। কিন্তু এবার বাদ সেধেছে করোনা। বিধিনিষেধের কারণে এবার মিলিত হতে পারছেন না তারা।
করোনার কারণে এবার চার্চের কার্যক্রম থেকেও বিরত থাকছেন রানি। জনসমাগম এড়াতে ব্যক্তিগতভাবে উপাসনা সারছেন তিনি।
বিবিসি লিখেছে, করোনার সময় উইন্ডসর ক্যাসেলেই থাকছেন ৯৪ বছর বয়সী রানি এলিজাবেথ ও ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ। তাদের সেবায় নিয়োজিত আছে কয়েক জন গৃহকর্মী।
গত শতকের ৮০ এর দশকের পর এই প্রথম ব্রিটিশ রাজ দম্পতি স্যানড্রিংহ্যাম হাউসের বাইরে বড়দিনের সময় কাটাচ্ছেন।
বড়দিন উপলক্ষে রাজ পরিবারের অফিশিয়াল টুইটার পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভেচ্ছা জানিয়েছেন ডিউক ও ডাচেজ অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন মিডলটন দম্পতি।
উৎসবের সময় কর্মরত মানুষদের কয়েকটা ছবি দিয়ে টুইটারে তারা লিখেছেন, ‘এই বড়দিনে যাদের একা সময় কাটাতে হচ্ছে, প্রিয়জন হারানোর বেদনায় আছেন, অন্যদের রক্ষায় যারা লড়ে যাচ্ছেন তাদের সঙ্গে আমরা আছি।’
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়েল প্রিন্স চার্লস ও ক্যামিলা দম্পতি। সবার জন্য ভালো একটি নতুন বছরের প্রত্যাশা করেছেন তারা।
করোনার মাঝে অনেকটাই নিভৃতে চলে গেছেন ব্রিটিশ রানি। তবে রাজ পরিবারেও করোনা হানা দিয়েছে। রানির ৭২ বছর বয়সী ছেলে প্রিন্স অব ওয়েলস জুনের মাঝামাঝিতে এই ভাইরাসে সংক্রমিত হন। তবে তেমন কোনো উপসর্গ ছিল না তার।
এ ছাড়া এপ্রিলের দিকে রানির বড় নাতি ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে বিবিসির খবরে জানানো হয়েছিল। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য আসেনি কেনসিংটন প্যালেস থেকে।
কোরোনার কালে কিছুটা সময় একসঙ্গে কাটিয়েছেন রানি ও রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা।
চলতি মাসের শুরুর দিকে উইন্ডসর ক্যাসেলে এক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন তারা। করোনায় হারানো দেশবাসীদের স্মরণে নভেম্বরে লন্ডনে এক অনুষ্ঠানেও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দিয়েছিলেন রানি।