বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষক আন্দোলন: পম্পেওকে সাত কংগ্রেসম্যানের চিঠি

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২০ ১০:৪৯

বুধবার ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা প্রমিলা জয়পালসহ সাত জন আইনপ্রণেতা  ওই চিঠিতে সই করেন।

ভারতে চলমান কৃষক আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে চিঠি লিখেছেন তার নিজ দেশের সাত জন আইনপ্রণেতা।

বুধবার ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা প্রমিলা জয়পালসহ সাত জন আইনপ্রণেতা ওই চিঠিতে সই করেন। বাকি ছয় জন হলেন- ডনাল্ড নারক্রস, ব্রেনডেন এফ বয়েল, ব্রায়ান ফিজপ্যাট্রিক, ম্যারি গে স্কেনলন, ডেবি ডিনগেল ও ডেভিড ট্রোন ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চিঠিতে পম্পেওকে ভারতে চলমান কৃষক আন্দোলন ইস্যুতে কথা বলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ওই সদস্যরা।

চিঠিতে তারা বলেন, ‘পাঞ্জাবে পরিবার ও পৈত্রিক জমি থাকায় ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক এ বিষয়ে উদ্বিগ্ন। গুরুতর এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে কথা বলার আহ্বান জানাচ্ছি আমরা।’

ভারতে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র দেশটিকে পরামর্শ দিতে পারে বলেও উল্লেখ করেন তারা।

কংগ্রেস সদস্যরা বলেন, ‘আইনপ্রণেতা হিসেবে আমরা জাতীয় নীতি নির্ধারণে ভারত সরকারের অধিকারকে শ্রদ্ধা জানাই। একই সঙ্গে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ভারত ও ভারতের বাইরে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত মানুষের অধিকারকেও স্বীকৃতি দিই। নতুন কৃষি আইনকে ভারতের অনেক কৃষক তাদের অর্থনৈতিক নিরাপত্তার ওপর আঘাত হিসেবে দেখছেন।’

এদিকে কৃষক আন্দোলনকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও রাজনীতিকদের মন্তব্যকে ‘অসম্পূর্ণ তথ্যভিত্তিক’ ও ‘অনধিকার চর্চা’ হিসেবে উল্লেখ করেছে ভারত সরকার।

তিনটি কৃষি আইন রদের দাবিতে ২৬ নভেম্বর থেকে ভারতের পাঞ্জাব, হরিয়ানাসহ বেশ কিছু রাজ্যের হাজার হাজার কৃষক রাজধানী দিল্লির সীমান্তে আন্দোলন করছেন।

এ বিভাগের আরো খবর