বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা রোগীর হাতে করোনা রোগী খুন

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ১৮:৪৯

পুলিশ বলছে, ৩৭ বছর বয়সী জেস মার্টিনেজ ও ৮২ বছর বয়সী ওই বৃদ্ধকে দুই বেডের একটি কক্ষে চিকিৎসা দেয়া হচ্ছিল। মার্টিনেজ তাকে অক্সিজেন ট্যাংক দিয়ে আঘাত করলে তিনি মারা যান। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি হাসপাতালে এক করোনা রোগীর হাতে আরেক করোনা রোগী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিহত রোগীর বয়স ৮২ বছর। পুলিশ বলছে, ৩৭ বছর বয়সী জেস মার্টিনেজ ও ওই বৃদ্ধকে দুই বেডের একটি কক্ষে চিকিৎসা দেয়া হচ্ছিল। মার্টিনেজ তাকে অক্সিজেন ট্যাংক দিয়ে আঘাত করলে তিনি মারা যান।

হাসপাতাল কক্ষে প্রার্থনা করায় তার ওপর বিরক্ত ছিলেন জেস মার্টিনেজ। তারা পূর্ব পরিচিত নন।

পুলিশ আরও জানিয়েছে, এক সপ্তাহে আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার লেনচেস্টারের অ্যান্টেলোপ ভ্যালী হাসপাতালে এই হত্যাকাণ্ড হয়।

গ্রেপ্তার জেস মার্টিনেজের বিরুদ্ধে হত্যা ও বিদ্বেষপ্রসূত অপরাধের অভিযোগ আনা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় গত ছয় সপ্তাহে ১০ লাখ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর এ পর্যন্ত রাজ্যটিতে ২০ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছেন।

সংক্রমণ বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলো। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসোম।

পরিস্থিতি সামাল দিতে অস্ট্রেলিয়া ও তাইওয়ান থেকে তিন হাজার চিকিৎসাকর্মী নিতে চাইছে ক্যালিফোর্নিয়া রাজ্য। ধারণা করা হচ্ছে, সামনে মাসেই কাজে যোগ দেবেন তারা।

এ বিভাগের আরো খবর