ভারতের পশ্চিমবঙ্গে এক সংগীত মেলার উদ্বোধন করতে গিয়ে মঞ্চে শিল্পীদের সঙ্গে নাচলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার কলকাতার আলিপুরের উত্তীর্ণ মুক্তমঞ্চে বাংলার সংগীত মেলা ও বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন মমতা।
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এখন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মমতা। এ থেকে কিছুটা মুক্ত হয়ে এদিন তিনি কিছু সময়ের জন্য নিজেকে সংগীতের সুর ও নাচের তালে ভাসিয়ে দেন।
বিজেপির সাথে তীব্র বাগবিতন্ডা থেকে কিছুটা বিরতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে সংগীতশিল্পী, গায়ক এবং নৃত্যশিল্পীসহ বেশ কয়েক জন লোকশিল্পীকে সম্মানিত করেন।
এনডিটিভির খবরে বলা হয়, মুখ্যমন্ত্রী সাঁওতাল নৃত্যশিল্পী বাসন্তী হেমব্রমকে যখন সম্মান জানাচ্ছিলেন তখন তিনি মমতাকে নাচের অনুরোধ করেন। এ সময় অন্য একজন শিল্পী তাকে গান গাওয়ারও অনুরোধ জানান। তখন মমতা শিল্পীদের সঙ্গে নাচে অংশ নেন।
তবে নির্বাচনের বিষয়টি তিনি যে তার মাথা থেকে চলে যায়নি তা বোঝা গেল একটু পরেই।
এক বক্তৃতায় তিনি ঐক্যের আহ্বান জানান এবং পশ্চিমবঙ্গে ‘গুজরাটের উন্নয়নের মডেল’ প্রয়োগ করার জন্য বিজেপির অব্যাহত দাবির প্রতি কটাক্ষ করে বলেন, ‘ বাংলাকে কখনই গুজরাটে পরিণত করা হবে না।’
মমতা বলেন, “এই বাংলা জাতীয় সংগীত ও ‘জয় হিন্দ’ স্লোগান বিশ্বকে উপহার দিয়েছে।”
তিনি আরও বলেন, ‘একদিন গোটা বিশ্ব বাংলাকে স্যালুট দেবে। বাংলার মাটিই জীবনের উত্স। আমাদের এই মাটি রক্ষা করতে হবে। আমাদের এ মাটি নিয়ে আমাদের গর্ব করা উচিত। বাইরে থেকে এসে এই জায়গাটিকে গুজরাটে পরিণত করার কথা বলবে এমন কেউ নেই।’