বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দূতাবাসে হামলা: ইরানকে দুষলেন ট্রাম্প

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ১০:৩৪

ট্রাম্প বলেন, ‘ইরাকে অবস্থানরত আমেরিকানদের ওপর আরও হামলা হতে পারে বলে শোনা যাচ্ছে। ইরানের উদ্দেশে বন্ধুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। আমাদের কেউ নিহত হলে আমি ইরানকেই দায়ী করব।’

ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রকেট হামলার জন্য ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার ইরানকে দায়ী করে টুইট করেন তিনি।

টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘বাগদাদে আমাদের দূতাবাসে রোববার কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। ইরানই এ হামলা করেছে।’

তিনি বলেন, ‘ইরাকে অবস্থানরত আমেরিকানদের ওপর আরও হামলা হতে পারে বলে শোনা যাচ্ছে। ইরানের উদ্দেশে বন্ধুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। আমাদের কেউ নিহত হলে আমি ইরানকেই দায়ী করব। এ নিয়ে ভাবুন।’

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রোববার রাজধানী বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ‘এক দুষ্কৃতকারী দল’ আটটি রকেট হামলা করেছে। এতে ইরাকের এক জন নিরাপত্তা কর্মকর্তা আহত হন। এ ছাড়া হামলায় কয়েকটি গাড়ি ও একটি আবাসিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৩ জানুয়ারি ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। তার মৃত্যুবার্ষিকী মাথায় রেখে ইরাকে ইরান সমর্থিত বাহিনী হামলার পেছনে কাজ করছে কি না, তা নিয়ে হোয়াইট হাউজে উদ্বেগ বাড়ছে।

ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইরাকে আরও হামলা বন্ধে প্রেসিডেন্টের জন্য বিকল্প পন্থা তৈরিতে বুধবার বৈঠকে বসেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ ব্রায়েন।

এ বিভাগের আরো খবর