ভারত সরকারের নতুন আলোচনা প্রস্তাব নাকচ করে দিয়েছেন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকরা।
২০ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিবেক আগরওয়াল কৃষকদের অন্যতম প্রতিনিধি ডা. দর্শনপালকে চিঠি দিয়ে নতুন করে আলোচনা শুরু করার প্রস্তাব দেন।
চিঠির জবাব কী হবে তা নিয়ে কৃষকরা বুধবার বৈঠকে বসেন। সেখানে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ডা. দর্শনপাল কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে চিঠি লিখে জানিয়ে দেন, সরকারের সংশোধনী প্রস্তাব নিয়ে ফের আলোচনা নিরর্থক।
চিঠিতে বলা হয়েছে, আপনাদের (কেন্দ্রীয় সরকার) প্রস্তাবিত সংশোধনীগুলো আমরা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছি। তাই ওই সংশোধনী নিয়ে নুতন আলোচনা নিরর্থক।
চিঠিতে আরও বলা হয়, আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত। সরকারকেও খোলা মনে কোনো সিদ্ধান্ত বা শর্ত ছাড়া আলোচনায় বসতে হবে। সরকারের সংশোধনী এজেন্ডাকে দূরে সরিয়ে রেখে নতুন এবং সুনির্দিষ্ট এজেন্ডা লিখিতভাবে আমাদের জানাতে হবে।
চিঠিতে বলা হয়েছে, তিনটি কৃষি আইন বাদে আপনি ফসলের নূন্যতম মূল্য সম্পর্কে যা বলেছেন তাতে কোনো সুস্পষ্ট প্রস্তাব নেই। তাই আমরা এ বিষয়ে জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না।
চিঠিতে আরও বলা হয়, নূন্যতম মূল্য সম্পর্কে ‘বর্তমান সংগ্রহ ব্যবস্থার সঙ্গে লিখিত নিশ্চয়তার’ প্রস্তাব দিয়েছেন যখন কৃষকরা জাতীয় কৃষি কমিশনের সুপারিশ অনুযায়ী নূন্যতম মূল্যে সমস্ত ফসল কেনার আইনি নিশ্চয়তা দাবি করছে। যদি আপনারা এধরণের কোনো আইনের খসড়া তৈরী করে আমাদের কাছে পাঠান, আমরা দ্রুত তার জবাব দেব।