ভোটের দিন ঘোষণায় দেরি আছে। কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনি উত্তেজনা এখন থেকেই তুঙ্গে। মূল লড়াই এবার রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রের শাসক দল বিজেপির। লড়াইয়ের ময়দানে রয়েছে বাম-কংগ্রেস জোটও।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে চলছে দলবদল। শক্তি পরীক্ষা দিতে শুরু করেছে বিভিন্ন দল।
বুধবার মেদিনীপুরে শক্তি প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস।
এর আগে রাজ্যে বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডা প্রচার চালান।
ভোটের সময় এগিয়ে আসতেই লাগামছাড়া মন্তব্য করছেন নেতারা। বেফাঁস মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এরই মধ্যে সমালোচিত।
তৃণমূল কংগ্রেসের আক্রমণের লক্ষ্য বহিরাগত বিজেপি নেতারা। তৃণমূল নেতাদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, ‘মাদার টেরেসা, ভগিনী নিবেদিতা বিদেশ থেকে এসেছিলেন। তারা আপন হয়ে গেলেন। আর রাজ্যের বাইরে থেকে কেউ এলেই বহিরাগত?’
অবশ্য নিবেদিতা বা টেরেসাকে কলকাতার সাধারণ মানুষ কখনো বিদেশি মনে করে না।
এদিকে দলবদল নিয়ে বিজেপিতে শুরু হয়েছে পুরনো আর নতুনের লড়াই। প্রকাশ্যে চলে আসছে দলের অভ্যন্তরীণ কোন্দল। উত্তপ্ত হচ্ছে পরিবেশ। নেতারাও নিজেদের মুখের লাগাম ঠিক রাখতে পারছেন না।
বেফাঁস মন্তব্য করায় শোকজ করা হয়েছে বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে। বুধবার শোকজ করা হয়েছে রাজ্য নারী মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালকে।
পিছিয়ে নেই তৃণমূলও। দলের আইনজীবী সংসদ সদস্য কল্যাণ বন্দোপাধ্যায় সদ্য বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু অধিকারীর উদ্দেশে বলেন, ‘আরশোলাও পাখি হতে চায়!’
প্রচার আর পাল্টা প্রচারের মধ্যেই দিলীপ ঘোষ ফেসবুকে কার্টুন পোস্ট করেন। এতে দলবদল নিয়ে খোঁচা দেয়া হয়েছে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে।
কার্টুনে মমতার ভাইয়ের ছেলে ও তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দোপাধ্যায়কে কটাক্ষ করা হয়েছে। তবে এতে তার নাম লেখা হয়নি।