বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর চায় না ভারতের কৃষকেরা

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২০ ০১:৩৭

যৌথ মঞ্চের নেতা কুলবন্ত সিং সান্ধু বলেন, ব্রিটিশ সাংসদদের লিখেছি প্রধানমন্ত্রী বরিস জনসনকে চাপ দিন যেনো তিনি ভারত সফরে না আসেন। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভারত সফরে না আসার অনুরোধ জানিয়েছে দেশটিতে বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে আন্দোলনরত কৃষকেরা।

ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আমন্ত্রণে সাড়াও দিয়েছেন জনসন।

তবে আন্দোলনরত কৃষকেরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী যেনো ভারতে না আসেন।

ভারতে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ। দেশটির প্রায় সব বিরোধী রাজনৈতিক দলও চাইছে বিলটি প্রত্যাহার করে নিতে।

কৃষি বিলের প্রতিবাদে এরই মধ্যে ৩৫টি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ গঠিত হয়েছে। যৌথ মঞ্চের নেতা কুলবন্ত সিং সান্ধু বলেন, ব্রিটিশ সাংসদদের লিখেছি প্রধানমন্ত্রী বরিস জনসনকে চাপ দিন, যেনো তিনি ভারত সফরে না আসেন।

কুলবন্ত সিং মঙ্গলবার জানান, বিল প্রশ্নে সরকারের আলোচনার প্রস্তাব নিয়ে নিজেদের মধ্য কথা হচ্ছে। শিগগিরই সিদ্ধান্ত আসবে।

মঙ্গলবারের সবচেয়ে আলোচিত বিষয়, কৃষকদের রক্ত দিয়ে খোলা চিঠি। যেখানে লেখা হয়েছে, ‘নরেন্দ্র মোদি, সুপ্রভাত। আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আপনি আমাদের প্রধানমন্ত্রী। আমাদের ভোটেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনটি আইন পাশ করিয়ে কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনাকে অনুরোধ করি এই তিনটি আইন ফিরিয়ে নিন।'

এদিকে, দলীয় সাংসদদের নিয়ে আগামী ২৪ ডিসেম্বর কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এ বিভাগের আরো খবর